জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কে সেরা ফুটবলার, লিয়োনেল মেসি (Lionel Messi) না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? এক যুগেরও বেশি সময় ধরে, ফুটবলবিশ্বে এই আলোচনা চলছে এবং আবহমান কাল ধরেই চলবে…
প্রাক্তন থেকে বর্তমান ফুটবল মহারথীদের কেউ এলএম টেনকে (LM10) এগিয়ে রেখেছেন, কেউ বেছে নিয়েছেন সিআরসেভেনকে (CR7)। আর্জেন্তাইন সুপারস্টার ও পর্তুগিজ জাদুকরের ফ্যানরা স্বাভাবিক ভাবেই বেছে নিয়েছেন তাঁদের আউডলকে।
এ কথা স্বীকার করতে কোথাও কোনও সমস্যা নেই যে, ফুটবল গ্রহের সর্বকালের অন্যতম দুই সেরা মেসি ও রোনাল্ডো, এবার রোনাল্ডো কথা বললেন মেসিকে নিয়ে। কার্যত ১০ বনাম ৭ বিতর্কের ইতি টানলেন পর্তুগিজই…
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ মহড়ায় ভারত, রইল ব্রিটিশদের বিরুদ্ধে ৫০-এর খেলের সব তথ্য
রোনাল্ডো স্পেনের লা সেক্সটা টিভিতে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ‘আমার মনে হয় আমিই এখন সবচেয়ে পরিপূর্ণ ফুটবল খেলোয়াড়। মেসি, মারাদোনা বা পেলেকে মানুষ পছন্দই করতে পারে। তবে আমি সেটা সম্মান করি, কিন্তু তিহাসের শ্রেষ্ঠ ফুটবলার আমি। আমার বাঁ পা, ডান পা দুই চলে। আমি ভালো ফ্রি-কিক নিতে পারি, আমি শক্তিশালী। আমার চেয়ে ভালো আমি কাউকে দেখিনি। এটা আমি একদম হৃদয় থেকেই বলছি।’
মেসির সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে রোনাল্ডো বলেন, ‘মেসির সঙ্গে আমার কখনও খারাপ সম্পর্ক ছিল না। আমরা ১৫ বছর ধরে পুরস্কার ভাগাভাগি করেছি। আমরা একসঙ্গে এগিয়েছি। আমার মনে আছে আমি মেসির জন্য ইংরেজিতে অনুবাদ করতাম। এবং এটা খুবই মজার বিষয় ছিল। ও ওর ক্লাবকে রক্ষা করেছে, আমি আমার। ও ওর জাতীয় দলকে রক্ষা করেছে এবং আমি আমার। আমার মনে হয় আমরা একে অপরকে খেলার প্রতিক্রিয়া জানিয়েছি। এরকম অনেক বছর আছে যখন সে খেলে সব কিছু পেতে চেয়েছে। আমিও তাই। আমাদের স্বাস্থ্যকর লড়াই ছিল।’
মেসি বনাম রোনাল্ডোর লড়াই চলবে… ভালোবাসার লোকজন তাঁর প্রিয় ফুটবলারকে বেছে নেয়।
আরও পড়ুন: ভারতীয় দলের স্টারকে পুলিস ভাবল ফ্যান! ঢুকতেই দেওয়া হল না হোটেলে, তারপর….
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)