প্রদ্যুত্‍ দাস: স্ত্রী ও ১৮ মাসের শিশু কন্যাকে খুনের দায়ে অভিযুক্ত যুবককে ফাঁসির সাজা শোনাল জলপাইগুড়ি জেলা আদালত। মঙ্গলবার দুপুরে ফাঁসির‌ সাজা ঘোষণার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত‌ যুবকের নাম লালসিং ওঁরাও। ডুয়ার্সের নাগরাকাটা থানার লুকসান চা-বাগানের বাসিন্দা তিনি। তার বিরুদ্ধে অভিযোগ, কুড়ুল দিয়ে স্ত্রী ও শিশু সন্তানকে কুপিয়ে খুন করেন তিনি। পরেবর্তীতে‌ নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। 

জলপাইগুড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী পিন্টুকুমার দেব‌ বলেন, ২০২৩ সালের ২৭ মার্চ রাতে নিজের স্ত্রী সাখিয়া‌ ওঁরাও ও ১৮ মাসের শিশুসন্তান মমতা ওঁরাওকে‌ কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনাটি দেখে ফেলেন অভিযুক্তের দাদা পান্নালাল ওঁরাও। তিনিই ভয় পেয়ে ছুটে গিয়ে চা-বাগান বস্তিবাসীকে চিৎকার করে বিষয়টি জানান। পরবর্তীতে‌ আহত অবস্থায় পুলিস লালসিংকে‌ গ্রেপ্তার করে। গত প্রায় ২২ মাস ধরে শুনানির পর আজ সাজা ঘোষণা করে আদালত। এই মামলায় মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

আরও পড়ুন:East Medinipur: প্রেমের প্রস্তাবে ‘না’, কিশোরীকে বিষ খাইয়ে খুন যুবকের!

উল্লেখ্য, গত মাসেই গুড়াপের শিশু ধর্ষন-খুনে দোষী প্রতিবেশি প্রৌঢ়কে ফাঁসির সাজা শোনালো চুঁচুড়ার পকসো আদালত। গত ২৪ নভেম্বর গুড়াপে চকলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করে খুন করে অশোক সিং। ঘটনার তদন্তে ২৭ জনের সাক্ষ্য গ্রহন করা হয়। ৫২ দিনে দোষী সাব্যস্ত হয় অভিযুক্ত। ১৭ জানুয়ারি হয় চূড়ান্ত রায় দান। পকসো কোর্টের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী দোষীকে সর্বোচ্চ সাজা শোনান। রায় দান শুনতে গুড়াপ থেকে অনেক মানুষ উপস্থিত ছিলেন। অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার পথে বিক্ষোভে ফেটে পরেন তারা।

মেয়েটা জন্মদিনে কেক খেতে চেয়েছিল। কিন্তু সেই জন্মদিনে মেয়ের ধর্ষক খুনির মৃত্যু কামনা করেছিলাম। মেয়েকে কেক দিতে পারিনি কিন্তু অপরাধীর শাস্তি হয়েছে। এতেই খুশি গুড়াপে শিশুর মা। পুলিস এত কম দিনে তদন্ত করে যে ভাবে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড দিয়েছে তাতে খুশি গুড়াপের মানুষ। আদালত থেকে বেরোনোর সময় মালা পরিয়ে সরকারী আইনজীবী ও পুলিস আধিকারীকদের বরন করেন গ্রামবাসীরা। প্রসঙ্গত, শনিবারই তিলোত্তমা ধর্ষণ খুনে সাজা শোনাবে হাইকোর্ট। তার আগে এই নির্দেশ স্বাভাবিকভাবেই উল্লেখযোগ্য। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version