চিত্তরঞ্জন দাস: বহুতলের লিফটে ফের দুর্ঘটনা! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সেনা জওয়ান। আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান কাঁকসায়।

আরও পড়ুন:  Baruipur Kidnap Case: মায়ের বকুনির জেরে বাড়ি ছাড়ল মেয়ে! শিকার হলেন ভয়াবহ দুর্ঘটনার…

স্থানীয় সূত্রে খবর, আহত ওই সেনা জওয়ানের নাম কৃশানু বন্দ্যোপাধ্যায়। কাঁকসার ‘তপোবন সিটি’ নামে এক বহুতলের পাঁচ তলা থেকে নীচে নামছিলেন তিনি। কিন্তু যখন লিফটে ওঠেন, তখন তার ছিঁড়ে যায়! শেষপর্যন্ত লিফটের দরজা ভেঙে কৃশানুকে উদ্ধার করেন আবাসনের নিরাপত্তারক্ষীরা। সঙ্গে ছিলেন  কয়েকজন আবাসিকও।  গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি দুর্গাপুরের বিধাননগর সুপার স্পেশালিটি হাসপাতালে।

কীভাবে দুর্ঘটনা? ওই আবাসনের বাসিন্দা গোপা পালের অভিযোগ, ‘রক্ষণাবেক্ষণের দিকে কোন নজর নেই আবাসন কর্তৃপক্ষের।এর আগেও একাধিকবার লিফ্টে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। অভিযোগ জানানোর পরেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি তারা। এবার একেবারে লিফ্ট ছিঁড়েই পড়ল পাঁচতলা থেকে। একেবারে সম্পূর্ণ গাফিলতি আবাসন কর্তৃপক্ষের’।

একই অভিযোগ করেছেন আবাসনের সম্পাদক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। এর আগেও একাধিকবার ফাঁকা লিফ্ট ছিড়ে পড়েছে। আর আবাসন কর্তৃপক্ষর কোন হেলদোল নেই। আজ এত বড় ঘটনা ঘটে গেল তারপরেও আবাসন কর্তৃপক্ষের দেখা নেই’।  সুপারভাইজার উজ্জ্বল মুখোপাধ্যায়ের অবশ্য দাবি, ‘যেকোনও দুর্ঘটনায় দুঃখজনক। তবে আমাদের তরফ থেকে রক্ষণাবেক্ষণ করা হয়। আবাসিকদের সমস্যার সমাধানেরও চেষ্টা চালানো হয়। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকেও নজরদারি বাড়ানো হবে’।

লিফটে দুর্ঘটনা ঘটেছে আগেও। চন্দননগরে নির্মীয়মাণ লিফট থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। কলকাতায় এক নার্সিংহোমে লিফটে তার ছিঁড়ে গুরুতর জখম হন চিকিৎসক দম্পতি। শেক্সপিয়র সরণির একটি বহুতলে আবার যিনি লিফটম্যান ছিলেন, তাঁর উপরেই ভেঙে পড়েছিল লিফট! দুর্ঘটনায় মৃত্যু হয় ওই লিফটম্যানের। লিফট নিচে থেকে তাঁর দেহ উদ্ধার করেছিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। 

আরও পড়ুন:  West Bengal Weather Update: ঢুকছে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া, ফিরছে শীতের আমেজ! শনিবার থেকেই কি ভয়ংকর ঠান্ডা?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version