সন্দীপ প্রামাণিক: এসে গেল শনিবারের বিকেলের আবহাওয়ার আপডেট। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Cyclone Alert: রবিভোর থেকেই ভয়াবহ ঝড়ের থাবা? আগামী দু’দিনের বিপর্যয়ের শঙ্কায় কাঁপছে উপকূল…

জানা গিয়েছে, আগামী দু’দিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কমই। মঙ্গলবার থেকে পারদ চড়বে। মঙ্গলবার থেকে পরবর্তী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে’র দিনে তাপমাত্রা ফের সামান্য কমতে পারে। জেলায় শীতের আমেজ ফিরলেও কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ ফেরার সম্ভাবনা কমই। মাঘের শেষেই কলকাতা ও সংলগ্ন জেলায় কার্যত শীতের বিদায় ঘটবে।

কুয়াশার সম্ভাবনা থাকলেও আগামী কয়েক দিন ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। রবিবার হালকা মাঝারি কুয়াশা সম্ভাবনা থাকবে উপকূল-সংলগ্ন জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা সোমবার। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা।

উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় কালিম্পংয়ের পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোমবার ১০ ফেব্রুয়ারি আর এক দফায় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।

আরও পড়ুন: Maha Kumbh | 8 Devotees killed: হাড়হিম! প্রয়াগরাজে পৌঁছনোর আগেই মর্মান্তিক মৃত্যু মহাকুম্ভের তীর্থযাত্রীদের…

সকালের আবহাওয়াতেও বলা হয়েছিল, মঙ্গলবার থেকে ঘটবে স্থায়ী পারদ-উত্থান। শুক্রবার সেই হিসেবে ‘উষ্ণ’ প্রেম দিবসেরই পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী উইক এনডে শীতের বিদায়। আগামী বুধ ও বৃহস্পতিবারের মধ্যে রাতের তাপমাত্রা ২০ এবং দিনের তাপমাত্রা ৩০-এর ঘরে পৌঁছে যাবে কলকাতায়। আপাতত ঘন কুয়াশার সতর্কতা নেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version