জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই জানা গিয়েছিল, কর্মবিরতির পথে পরিচালকরা। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় টলিপাড়ায়। গত শুক্রবার থেকে শ্যুটিং ফ্লোরে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, নির্দিষ্ট শর্তাবলী মেনে না নেওয়া পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্ত।
শনিবার জানা যায়, সেই জট কাটিয়ে আজ সকাল থেকে পুরোদমে কাজে ফিরেছেন পরিচালকরা। সূত্রের খবর, শ্যুটিং কোন সময়ই বন্ধ ছিল না, তবে যে পরিচালকদের একাংশ ‘গণছুটি’ নিয়েছিলেন তাঁরাও সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। শুক্রবার সন্ধ্যা নাগাদ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন ফেডারেশন এবং পরিচালকদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীজিত্ রায়ও। বৈঠকের ফল যে ভালো হয়েছে, সেটা তার পরের দিন বোঝা গিয়েছে। ডিরেক্টররা নিজেদের মধ্যে আলোচনা করে তাঁদের কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, আগামী সোমবার থেকে শ্রীজিতেতের ধারাবাহিকের কাজও শুরু হতে চলেছে।
এমনকী পরিচালক শ্রীজিত্ নিজের ফেসবুকে গিয়ে ক্ষমাও চাইলেন। তিনি লেখেন, ‘আমি সমাজ মাধ্যমে একটি মন্তব্য করেছিলাম যাতে আমার টেকনিশিয়ান বন্ধুরা আঘাত পেয়েছিলেন বলে জানিয়েছেন। আমি আন্তরিকতার সঙ্গে জানাচ্ছি কাউকে বা কোনও ব্যক্তি বিশেষকে দু:খ দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি দু:খিত। আমি মনে করি আমরা একটাই পরিবার।’
ঘটনার সূত্রপাত ঠিক কোথা থেকে? পরিচালক শ্রীজিত্ রায় গত মঙ্গলবার ফেসবুক লাইভে অভিযোগ করেন, তাঁর সিরিয়ালের সিরিয়ালের সেটে কাজ বন্ধ করে দিয়েছেন টেকিশিয়ানরা। পরিচালকের কথায়, ‘কেউ কেউ বলছেন, ফেডারেশন কিংবা টেকনিশিয়ান বিরোধী কথা বলেছি। আমি সত্যিই মনে করতে পারছি না এমনটা কখন হলো। তবে আমি জানতে চাই, একজন পরিচালকের কাজ বন্ধ করার আগে তাঁকে ন্যূনতম নোটিস পর্যন্ত দেওয়া হয়নি। আর্টস সেটিংস গিল্ড কেন এটা করল’?
এই খবর পেয়েই শ্রীজিতের সিরিয়াল সেটে হাজির হন ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়। সঙ্গে ছিলেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য ও পরমব্রত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই। তাঁরাও এই কর্মবিরতিতে সায় দেয়। কিন্তু অন্যদিকে গত শুক্রবার থেকে তথাগত মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের মতো সিনেমার পরিচালকদের পাশাপাশি সিরিয়ালের একাধিক পরিচালক এবং সহপরিচালকরা সারাদিন শ্যুটিং করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)