জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েকদিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের ‘আমি বাংলার গান গাই’ গেয়ে শুনিয়েছিলেন। প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন অত্যন্ত সংকটজনক। আইটিইউ-তে প্রবীণ গায়কের চিকিত্‍সা চলছে বলে খবর।

আরও পড়ুন:  Youtuber Ranveer Alhabadia: মা-বাবার যৌন জীবন নিয়ে অশ্লীল মন্তব্য, চাপে পড়ে ক্ষমা চাইলেন রণবীর…

হাসপাতাল সূত্রে খবর, অন্ত্রের অপারেশনের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল। শারীরিক অবস্থায় দ্রুত অবনতি হতে থাকে দ্রুত। সঙ্গে আবার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়া। পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। আপাতত সংজ্ঞাহীন অশীতিপর গায়ক। আজ, সোমবার তাঁর শারীরিক অবস্থায় খোঁজখবর নেন মুখ্য়মন্ত্রী। গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড।  

নাক দিয়ে তখন রক্ত বেরোচ্ছিল। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন ‘আমি বাংলার গান গাই’ -র স্রষ্টা। এর পরতাঁকে পরীক্ষা করে দেখেন  স্নায়ু এবং নাক-কান-গলার (ইএনটি) বিশেষজ্ঞরা। হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

১৯৪২ সালে অবিভক্ত বাংলার বরিশালে প্রতুলের জন্ম। তাঁর বাবা ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। দেশভাগের সময় সপরিবার ভারতে চলে আসেন তিনি। ছোটবেলা কেটেছে  হুগলি চুঁচুঁড়ায়। অল্প  বয়স থেকেই  নিজের লেখা গানে সুর দিতেন প্রতুল। অনেক গান তৈরি করেছেন, তবে  ‘আমি বাংলায় গান গাই’ গানটি সবচেয়ে জনপ্রিয়। 

আরও পড়ুন:  Kolkata Sports Film Festival: নন্দনে ফের ফিল্মোৎসব! ১৩ দেশের সিনেমা দেখুন ফ্রি-তে, রয়েছে দেবের সিনেমাও!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version