সন্দীপ প্রামাণিক: কলকাতায় আগামী দুদিন শুষ্ক আবহাওয়া থাকবে। এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে বজ্র বিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। এমনটাই বলছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন-আলোচনার টেবিলে বিজিবি-বিএসএফ, এইসব ইস্যুতে তোলপাড় হতে পারে বৈঠক
আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং এই দুটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ১৬, ১৭, ১৮ এই তিন দিন পশ্চিমবঙ্গের কোন জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ১৯ তারিখ থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর ২৪ পরগনা ২০ তারিখ সকাল থেকে ২১ তারিখ সকাল পর্যন্ত দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা, বাঁকুড়া, কলকাতা ও হাওড়া জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ২১ তারিখেও দক্ষিণবঙ্গের দু একটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনাতে।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে দার্জিলিং ও জলপাইগুড়িতে। ঘন কুয়াশা থাকার জন্য দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ তারিখ ও তার পরের দিন সকাল পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে।
ন্যুনতম তাপমাত্রার আগামী ২৪ ঘন্টায় কোনো পরিবর্তন নেই। ২৪ ঘন্টা পর থেকে মিনিমাম টেম্পারেচার ৪ ডিগ্রি বেড়ে যাওয়া সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মিনিমাম তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টা ঘন্টায় তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। ২৪ ঘন্টা পর থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আলিপুরে আজকের ন্যূনতম তাপমাত্রা ১৭.৩° ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)