অয়ন ঘোষাল: এসে গেল রবিবারের সকালের আবহাওয়ার বুলেটিন। জানা যাচ্ছে, রাজ্য জুড়ে বৃষ্টিতে রবিশস্যের ক্ষতির আশঙ্কা রয়েছে। আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষিবিজ্ঞানীরা। আজ কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন: Horoscope Today: মিথুনের আত্মসমীক্ষা, বৃশ্চিকের অগ্রগতি, কুম্ভের অস্থিরতা! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন… 

আজ কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ১১ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। এর মধ্যে তিন জেলায় দুর্যোগের আশঙ্কা। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে আগামী দু-তিন দিনে। দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।

সিস্টেম

জোড়া ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। উত্তরপূর্ব আসাম এবং পাকিস্তান-সংলগ্ন জম্মু-কাশ্মীরে ঘূর্ণাবর্ত। পশ্চিমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত। পুবালি অক্ষরেখা কেরালা থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে যাবে। পরপর পশ্চিমি ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমি ঝঞ্ঝার আশঙ্কা আগামীকাল ২৪ ফেব্রুয়ারি। এছাড়াও উত্তর ভারতে রয়েছে ওয়েস্টার্লি জেট স্ট্রিম উইন্ড।

দক্ষিণবঙ্গ
 
আজ, রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গের তিন জেলায়। দক্ষিণবঙ্গের এগারো জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা নামবে। আজ রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, দমকা ঝড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় কখনও দুর্যোগপূর্ণ আবহাওয়ার ঈঙ্গিত। এই তিন জেলায় বজ্রপাতের আশঙ্কা থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সোমবার বজবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায়। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা।

উত্তরবঙ্গ
 
আজ সকালে দার্জিলিং জলপাইগুড়িতে কুয়াশার সম্ভাবনা। দার্জিলিঙয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার পর্যন্ত। সিকিমে তুষারপাতের সম্ভাবনা ও তার সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস। আজ রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রা কমবে  দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা

আজ আংশিক মেঘলা আকাশ; কখনো পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। দু-এক পশলা বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে। আগামীকাল আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কমবে। ঝড় বৃষ্টির কারণে আগামী দু তিন দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অনুমান আবহাওয়াবিদদের।

কলকাতার তাপমান
 
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৫ থেকে ৯৫ শতাংশ। 

আরও পড়ুন: Another Pandemic Coming?: ফের করোনা? বাদুড় থেকে মানুষে সংক্রমিত এই নতুন রোগ কি ডেকে আনছে বড় ধরনের বিপদ? ভারতে…

ভিনরাজ্যে

ওড়িশা ও বাংলায় দুর্যোগের আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা। ঝাড়খণ্ড আসাম মেঘালয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। সিকিম বিহার ছত্তীসগঢ় এবং অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরায়। আজ সকালে কুয়াশার সম্ভাবনা সিকিমে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version