প্রদ্যুত দাস: দীর্ঘ প্রায় ১০-১১ বছর পর ৩১ মার্চ থেকে ফের চালু হচ্ছে জলপাইগুড়ি চা-নিলাম কেন্দ্র। এর আগে মার্চের শুরুতেই নিলামের‌ মহড়ার আয়োজন করা হবে। চা-নিলাম কেন্দ্র ফের নতুনভাবে‌ চালু হতে চলায় উচ্ছ্বসিত জলপাইগুড়ির চা-বাগান মালিক থেকে শুরু করে ব্যবসায়ী‌ মহল‌। বিষয়টিকে‌ স্বাগত জানাচ্ছেন‌ জলপাইগুড়ির ক্ষুদ্র চা-চাষিরা। 

জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় বলেন, ‘দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা জলপাইগুড়ি‌ চা-নিলাম কেন্দ্রকে ফের  চালু করার জন্য কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী‌ পীযূষ গোয়েলের‌ সঙ্গে কথা বলেছিলাম। বিষয়টি নিয়ে তিনি উদ্যোগী‌ হয়েছেন। নিলাম কেন্দ্র চালু করার জন্য কেন্দ্রের কাছ‌ থেকে আজ সন্ধ্যায় একটি চিঠি পাঠানো হয়েছে নিলাম কেন্দ্র কর্তৃপক্ষের কাছে। এই চিঠি পাওয়ার পর ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।’

আরও পড়ুন:Terrible Road Accident: অ্যাম্বুল্যান্স-লরির ভয়ংকর সংঘর্ষ! ঘটনাস্থলেই মৃত ৩, আহত…

জানা যাচ্ছে, ৩ মার্চ নিলাম কেন্দ্র ও চাশিল্পের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিত্বদের নিয়ে বৈঠকে বসবে জলপাইগুড়ি চা-নিলাম কেন্দ্র কর্তৃপক্ষ। ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী জেলা হল জলপাইগুড়ি। নিলাম কেন্দ্র এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সিগুপ্ত থেকে শুরু করে সকলের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। পুরজিৎ বক্সিগুপ্ত বলেন, টি বোর্ডের পক্ষ থেকে আজ চিঠি দিয়ে নিলাম কেন্দ্র চালু করার বিষয়টি জানানো হয়েছে। দীর্ঘদিনের‌ প্রচেষ্টার‌ পর ফের চালু হচ্ছে এই নিলাম কেন্দ্র। 

উল্লেখ্য, ২০০৫ সালে চালু হয়েছিল এই নিলাম কেন্দ্র। এরপর ২০১৫ সাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। জলপাইগুড়ি জেলায় উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি চা-উৎপাদন হওয়া সত্ত্বেও মূলত চা-পাতা জোগানের অভাবেই এই নিলাম কেন্দ্রটি বন্ধ হয়ে যায় বলে অভিযোগ ছিল। এরপর অনেক চেষ্টার পর ফের নতুনভাবে চালু করা হচ্ছে এই নিলাম কেন্দ্র। জেলার ক্ষুদ্র চা-চাষি সংগঠনের সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, ‘চা-নিলাম কেন্দ্র ফের চালু হচ্ছে জানতে পেরে আমরা আনন্দিত।’

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version