শ্রীকান্ত ঠাকুর: এক বাংলাদেশী নাগরিককে আশ্রয় দেওয়া জাল প্যান কার্ড ও আধার কার্ড করে দেওয়ার অভিযোগে বাংলাদেশী নাগরিকসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করল হিলি থানার পুলিশ। চার বছর আগে শ্যাম কুমার সাহা , বাংলাদেশের নওগাঁ এলাকার বাসিন্দা , ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশ করে। এই বাংলাদেশিকে প্যান কার্ড ও আধার কার্ড বানিয়ে দেয় ব্যাংকের এক কর্মী
গতকাল রাতে হিলি থানা গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশি নাগরিক শ্যামল কুমার সাহা কে গ্রেফতার করে
অমৃত দাস নামে এক ভারতীয়কে আটক করা হয়েছে এই বাংলাদেশী শ্যাম কুমার সাহাকে আশ্রয় দেওয়ার অভিযোগে
অলোক পাল নামে আরও এক ভারতীয় নাগরিক ত্রিমোহনের কিসমত দাপট এলাকার বাসিন্দা কে গ্রেফতার করা হয়েছে তিনি ব্যাংকের ক্যাজুয়াল কর্মী। এর মাধ্যমেই প্যান কার্ড এবং আধার কার্ড তৈরি হয়েছিল বলে অভিযোগ। অমৃত দাস যার বাড়ি ডাবরা এলাকায় তার বাড়িতেই এসে প্রথমে আশ্রয় নিয়েছিলেন এই বাংলাদেশ নাগরিক। যে কারণে হিলি থানার পুলিশ ওই বাংলাদেশিসহ দুজন ভারতীয় কেউ গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার সকালে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ তার অফিসে বসে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
আরও পড়ুন, Gangasagar | Voter List: গঙ্গাসাগরে মৃত ৩০-৩৫ ব্যক্তির নাম ভোটার লিস্টে! জোর চাঞ্চল্য…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)