বিমল বসু: বিএসএফের গুলিতে গুরুতর আহত হল এক পাচারকারী। আজ রবিবার সকালে ঘটনাটি ঘটে বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার সীমান্তবর্তী গোবিন্দপুর গ্রামপঞ্চায়ের কালঞ্জিতে। গুরুতর আহত অবস্থায়
বছর ৩৫ এর শাহাবুদ্দিন বিশ্বাসকে বিএসএফ জওয়ানরা উদ্ধার করে প্রথমে স্থানীয় শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন-‘ভুল হয়েছিল, ক্ষমা করে দাও’, হঠাত্ কল্যাণদুয়ারে রাজীব

বিএসএফ জানায় ভোররাতে একদল দুষ্কৃতী ভারত-বাংলাদেশ সীমান্তে দিয়ে মাদক পাচার করছিল সন্দেহ হওয়ায় জওয়ারা তাদের দাঁড়াতে বলে। তারা না  দাঁড়িয়ে পালাতে যায়। বিএসএফকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তখন আত্মরক্ষার জন্য বিএসএফ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয়  এক পাচারকারী। সে মাটিতে লুটিয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শাঁড়াপুল নির্মাণ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থার অবনতি হলে কলকাতায় পাঠানো হয়।

এগিকে, গতকালই জলপাইগুড়িতে বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক বাংলাদেশি গোরু পাচারকারীর। মৃত বাংলাদেশের পাচারকারীর নাম মহম্মদ আলামিন। বাংলাদেশের পঞ্চগড় জেলার জিন্নত পাড়ার বাসিন্দা। মৃতদেহ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্ত করা হবে। আহত বিএসএফ জওয়ানকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ঘটনা ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তের কুকুরজান অঞ্চলের বালাসন বর্ডার আউট পোস্টে। শনিবার ভোরে ওই সীমান্ত এলাকায় ১৫ থেকে ২০জনের একটি পাচারকারী দলকে দেখতে পায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। তারা পাচারকারী দলটিকে আটক করতে গেলে ওই দুস্কৃতীরা বিএসএফ জওয়ানদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। তাতে এক জওয়ান গুরুতর জখম হয়। তখন পালটা জবাবে বেশ কয়েক রাউণ্ড গুলি চালায় বিএসএফ। তাতে একজনের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়। মৃত ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলেই খবর বিএসএফ সূত্রে। বিএসএফ এর তরফে দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে আনা হয়। দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে। উদ্ধার হয়েছে দুটি গরু। পাশাপাশি উদ্ধার হয়েছে হয়েছে দা, রড, লাঠি  সহ একাধিক অস্ত্রশস্ত্র।

অন্যদিকে, বৈধ কাগজ ছাড়া চোরাপথে  ভারত থেকে বাংলাদেশে যাবার পথে বিএসএফের জালে দুই ভারতীয় নাগরিক। উত্তর ২৪  পরগণার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরা পথে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন। ধৃতদের বাড়ির বারাসাতের দত্তপুকুরে। নাম অলিউর মণ্ডল ও রামিসা বিবি। তাদের কাছে বাংলাদেশে যাওয়ার বৈধ কোন কাগজপত্র না থাকায় দুজনকে স্বরূপনগর থানা হাতে তুলে দেয় পুলিস।

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version