প্রদ্য়ুত্ দাস: ফের নাবালিকাকে ‘ধর্ষণ’। এবার বিএসএফ ক্যাম্পে! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুসিস। জওয়ানের ছেলের ‘কীর্তি’তে শোরগোল জলপাইগুড়িতে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
পুলিস সূত্রে খবর, নির্যাতিতার জলপাইগুড়ির ধূপগুড়িতে। একাদশ শ্রেণির ছাত্রী সে। স্কুলে পরীক্ষা চলছে। পরিবারের লোকেদের দাবি, মঙ্গলবার পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিল ওই নাবালিকা। পরীক্ষা দেওয়ার পর এক বান্ধবীর বাড়িতে থাকার কথা ছিল। কিন্তু গতকাল, বুধবার রাতে বাড়িতে ফোন আসে। ফোনে বলা হয়, ওই নাবালিকাকে আটকে রাখা হয়েছে বিএসএফ ক্যাম্পে! এরপর বিএসএফ ক্য়াম্পের উদ্দেশ্যে রওনা দেন পরিবারের লোকেরা। সঙ্গে ছিলেন জেলা পরিষদ সদস্যা মমতা বৈদ্য সরকার। কিন্তু তাঁদের ক্যাম্প ভিতরে ঢুকতে দেওয়া হয় অভিযোগ।
এদিকে বিএসএফ ক্যাম্পে যাওয়ার আগে খবর দেওয়া হয়েছিল থানায়। নির্যাতিতার মোবাইলে টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিস। শেষ রাতে বিএসএফ-পুলিস বৈঠকের পর ক্যাম্পে ভিতর শুরু হয়নি। তখন অবশ্য ওই নাবালিকার খোঁজ মেলেনি। আজ, বৃহস্পতিবার সকালে বিএসএফ ক্যাম্পের ভিতরে একটি আবাসন থেকে ওই নাবালিকা। সঙ্গে এক বিএসএফ জওয়ানের ছেলেকেও।
পরিবারের লোকেদের অভিযোগ, ক্যাম্পের ভিতরে ওই নাবালিকা মাদক জাতীয় খাইয়ে বিএসএফ জওয়ানের ছেলেই। কোতুয়ালি থানায় অভিযোগও দায়ে করেছেন তাঁরা। কীভাবে ওই নাবালিকা বিএসএফ ক্যাম্পের ভিতরে গেল? কীভাবেই-বা অভিযুক্তের সঙ্গে আলাপ হল? খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন: Dol Purnima 2025 | Dilip Ghosh: ‘যাঁরা উত্সবে বাধা দেয়, তাঁদের…’ দোলে বেলাগাম দিলীপ!
আরও পড়ুন: Dol Purnima 2025: ‘দোলে নবদ্বীপে গেলে ৩ দিন নিরামিষ খান’!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)