জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) গত মরসুমে ১০ নম্বরে লিগ শেষ করেছিল! সবার আগে বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল হার্দিক পাণ্ডিয়াদের (Hardik Pandya)। আসন্ন আইপিএলে নীতা আম্বানির (Nita Ambani) ফ্র্যাঞ্চাইজি অতীতের গরিমা ফিরিয়ে আনতে মরিয়া। আগামী ২২ মার্চ থেকে শুরু অষ্টাদশ আইপিএল (IPL 2025)। ক্রোড়পতি লিগ শুরুর আগেই বিরাট চমক দিল মুম্বই। এই প্রথমবার কোনও আইপিএল টিমের কোচ হিসেবে বলি স্টারকে নিয়োগ করল তারা। জ্যাকি শ্রফ (Jackie Shroff) হলেন নীল জার্সিধারীদের ‘স্পিরিট কোচ’!

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

এমআই আসন্ন নতুন মরসুমের প্রচারপর্ব শুরু করল #PlayLikeMumbai নাম দিয়ে। মুম্বইয়ের অসাধারণ স্থিতিস্থাপকতা, ভয়ডরহীন মনোভাব এবং স্ট্রিট স্মার্ট ক্রিকেট সংস্কৃতির প্রতি শ্রদ্ধার্ঘই তুলে ধরা হল। যা মুম্বই শহর এবং এই আইকনিক দলকেই সংজ্ঞায়িত করে। হার্দিক পাণ্ডিয়া থেকে শুরু করে রোহিত শর্মা হয়ে সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা এবং তিলক ভার্মার মতো ক্রিকেটাররা রয়েছেন টিমে। যাঁরা মুম্বইয়ের জয়ের খিদে আরও বাড়িয়ে দেয়। জ্যাকি এই প্রচারপর্বেও তাঁর চেনা অবতারে ধরা দিয়েছেন। তাঁর চেনা স্টাইল ও সংলাপই জমিয়ে দিয়েছে এই প্রচার। এই প্রচার আরও প্রাণবন্ত হয়ে উঠেছে দুরন্ত একটি র‍্যাপের সংযোজনে। শহরের নিজস্ব কণ্ঠস্বর দিতেই গায়িকা শ্রুষ্টি তাওয়াড়ে এবং র‍্যাপার সম্বাতা এবং কাম ভারিকে নেওয়া হয়েছে।
 
মুম্বইয়ের ব্যাটিং কোচ, কায়রন পোলার্ড, মুম্বই শিবিরে যোগ দিয়েছেন। এমআই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই ভিডিয়ো শেয়ার করেছে। টি-টোয়েন্টির ধ্বংসাত্মক অলরাউন্ডার পোলার্ড ২০১০ সালে মুম্বাইয়ে ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছিলেন। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে মুম্বইকে পাঁচ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আগামী ২৩ মার্চ মুম্বইয়ের আইপিএল অভিযান শুরু চেন্নাই সুপার কিংস বিরুদ্ধে। রুতুরাজ গায়কোয়াড়দের ঘরের মাঠেই খেলবেন হার্দিকরা।

আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপে খেলবেন রোহিত? এই একজনের উপরই সব! সব প্রশ্নের উত্তর জানুন সবার আগে…

আরও পড়ুন: ক্রাচের ভরে ওয়াকিং বুটে হাঁটা! তাও অটুট দায়বদ্ধতার ‘দ্য ওয়াল’! সাধে কী আর দ্রাবিড়

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version