জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফি অতীত (Champions Trophy 2025), এবার আইপিএল (IPL 2025) মহাযজ্ঞ শুরু। দেশ-বিদেশের ক্রিকেট ভক্তরা, সারা বছর এই টুর্নামেন্টের অপেক্ষায় থাকেন। আগামী ২২ মার্চ আইপিএলের বোধন ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। মুখোমুখি চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB) এবার আইপিএলের ১৮তম সংস্করণের বল গড়ানোর অপেক্ষা।
আইপিএলের ৯ দল আগেই তাদের নেতাদের নাম ঘোষণা করে দিয়েছিল। রুতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস), শুভমন গিল (গুজরাত টাইটান্স), হার্দিক পান্ডিয়া (মুম্বই ইন্ডিয়ান্স), শ্রেয়স আইয়ার (পঞ্জাব কিংস), সঞ্জু স্যামসন (রাজস্থান রয়্যালস), প্যাট কামিন্স (সানরাইজার্স হায়দরাবাদ), রজত পাটিদার (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) ও অজিঙ্কা রাহানে (কলকাতা নাইট রাইডার্স) এবার নয় দলের দায়িত্বে। তবে দিল্লি ক্যাপিটালস কিন্তু নতুন নেতার নাম ঘোষণা করল সবার পরে। দোলের পবিত্র দিনেই পার্থ জিন্দালরা শুভকাজটি সেরে ফেললেন।
নিলামের আগে দিল্লি অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস ও কুলদীপ যাদবকে ধরে রেখে, বাকি সকলকে ছেড়ে দিয়েছিল। দিল্লির হয়ে ৮ মরসুম খেলে ঋষভ পন্থও আর থাকতে চাননি দিল্লিতে। জেদ্দার নিলাম বাজারে ৭৩ কোটি টাকা নিয়ে এসে, দিল্লি ১৪ কোটি টাকায় দলে নেয় কেএল রাহুলকে। ২৭ কোটি টাকায় পন্থ গিয়েছেন লখনউ সুপার জায়ান্টসে। অনেকেই মনে করেছিলেন, তাহলে সম্ভবত পন্থের জুতোয় পা গলাবেন রাহুলই। কিন্তু না, তেমনটি হল না। এবার রাজধানীর মসনদে জাতীয় দলের স্টার অলরাউন্ডার অক্ষরই। যাঁর ঝুলিতে টি-২০ বিশ্বকাপের সঙ্গেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিও।
দিল্লির নেতা হয়ে অক্ষর বলেছেন, ‘দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব আমার জন্য অত্যন্ত সম্মানের, এবং আমার উপর আস্থা রাখার জন্য আমি আমাদের মালিক এবং সাপোর্ট স্টাফদের প্রতি গভীর কৃতজ্ঞ। ক্যাপিটালসে থাকাকালীন আমি শুধু একজন ক্রিকেটার নয়, মানুষ হিসেবেও বেড়ে উঠেছি, এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এবং আত্মবিশ্বাসী।’
টি-টোয়েন্টিতে অক্ষর কিন্তু মোটেই অনভিজ্ঞ নেতা নন। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে বরোদার নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ১০টিতে জয়ও পেয়েছেন তিনি। এমনকী গতবছর ১২ মে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র বিরুদ্ধে ক্যাপিটালসের নেতৃত্বও দিয়েছিলেন তিনি। যদিও ডিসি ৪৭ রানে ম্যাচটি হেরে যায়। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে, অক্ষর ৩৬.৪০ গড়ে ৩৬৪ রান করেছেন, গত বছর আরসিবির বিরুদ্ধে তাঁর সর্বাধিক স্কোর ছিল ৫৭। বল হাতে ২৯.০৭ গড়ে ১৩ উইকেট নিয়েছেন, সেরা পরিসংখ্যান ২০২১ সালে সৈয়দ মুসতাক আলি ট্রফিতে বরোদার বিরুদ্ধে ৪-০-১৩-২।