নান্টু হাজরা: মদের আসরে খুন। রান্না ঘরের ছুরি দিয়ে এলোপাথারি কোপ। দুই পরিচারকের মধ্যে বচসা। আর তার জেরেই খুন বলে পুলিস সূত্রে খবর। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বিধান নগর দক্ষিণ থানার পুলিস। প্রাক্তন ফুটবলার PK বন্দ্যোপাধ্যায় বাড়িতেই এই ঘটনা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
পুলিস সূত্রে খবর, PK বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকে জিডি ব্লকের ২৭৩ নম্বর বাড়িতে মদের আসর বসে। সেখানেই দুই পরিচারকের মধ্যে ঝামেলা হয়। ঝামেলা চলাকালীন বরুণ ঘোষ রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে এলোপাতাড়ি কোপাতে থাকে গোপীনাথ মুহুরিকে। বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরে খবর যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিসের কাছে। পুলিস ঘটনাস্থলে এসে বরুণ ঘোষকে গ্রেফতার করে। তবে কী কারণে এই ঝামেলা, সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিস।
পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, গতকাল এই বাড়ি থেকে হাজার খানেক টাকা চুরি হয়। সেই নিয়ে বিকেলে এই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরে রাতে যখন মদের আসর বসে তখন দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। তখন বরুণ ছুরি নিয়ে এসে হামলা করে। যদিও পুলিস সূত্রে খবর, মাঝে মধ্যেই নানা কারণে মদ খেয়ে ঝামেলা করত দুজনে।
আরও পড়ুন:Bangladesh: অবৈধ পথে এবার ইউরোপে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশিরা!
বরুণ ঘোষকে কোর্টে নিয়ে যাওয়ার সময় বরুণ জানায়, ‘টাকা চুরি করেছিল, টাকা পয়সা নিয়ে একটা ঘটনা ঘটেছিল, আমাকে অনেক কথা বলেছিল, টাকা আমি চুরি করিনি আমি ওপরে যাই না, ওরা যায়, ছুরি ওই নিয়ে আসে, ও আগে আমাকে গলায় মারে, গালিগালাজ করছিল।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)