অয়ন ঘোষাল: রবিবার যে সমস্ত জেলা তাপপ্রবাহের সতর্কতার আওতায় ছিল সেখানে দুপুরে স্বাভাবিকের তুলনায় অত্যন্ত বেশি তাপমাত্রা থাকলেও বিকেলে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হয়েছে। কোথাও শিলাবৃষ্টি হয়েছে। ফলে সেই তাপমাত্রা রবিবারের তুলনায় সোমবার কিছুটা নিয়ন্ত্রণে ছিল। আগামী ৪ দিনে এই মুহূর্তে যেখানে যা তাপমাত্রা তার থেকে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত দিনের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কমার সম্ভবনা আছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
কোনও কোনও জেলায় আজ আংশিক মেঘলা আকাশ থাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেইভাবে বাড়তে পারেনি। ২০, ২১ এবং ২২ মার্চ দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভবনা অত্যন্ত বেশি। ফলে আপাতত আর খুব বেশি তাপমাত্রা বৃদ্ধির সম্ভবনা নেই। বুধবার আবহাওয়ার পরিবর্তন। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিনের তাপমাত্রা কমবে।
বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুত্-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড় বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। দুদিনের ঝড় বৃষ্টিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
এদিকে হট ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে। আরও তাপমাত্রা বাড়তে পারে। আজ তাপপ্রবাহের সতর্কবার্তা পশ্চিমের ছয় জেলায়। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আজ ও বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা বাড়তে পারে। বুধবারের পর দক্ষিণবঙ্গে ও আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
আরও পড়ুন, Mishti Mela: ১ পিসের দাম ১০০০ টাকা! ‘মিষ্টিমেলা’র বিশেষ আকর্ষণ এই দেখতে ল্যাংচা, আসলে রসগোল্লা!
আরও পড়ুন, Congress Left Alliance: ছাব্বিশেও কি বাম-কংগ্রেস জোট? প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা বললেন….
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)