মনোজ মন্ডল: কলকাতার অদূরে মধ্যমগ্রামে তৈরী হল মাতৃদুগ্ধ ব্যাংক। এসএসকেএম-এর পর রাজ্যের প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে সন্তানের জন্মদাত্রী মায়ের স্তন পান করানোর জটিলতা বা অসুবিধা থেকে মুক্তি দিতে বিনামূল্যে মাতৃদুগ্ধ ব্যাংক পরিষেবা চালু করল মধ্যমগ্রামের ফ্লোরিডা হাসপাতাল।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
শিশু সন্তানের জন্মের পর মা সর্বপ্রথম যে দুধ পান করান তা হল কোলোস্ট্রাম,এতে উপস্থিত পুস্টি এবং অ্য়ান্টিবডি শিশুকে সবরকম রোগ থেকে প্রতিরোধ করার ক্ষমতা দেয়।স্বাস্থ্য়জনিত সমস্য়ার কারণে অনেকসময়ে নতুন মায়েরা তাদের নবজাতককে এই দুধ পান করাতে অসক্ষম হন। ফ্লোরিডা নার্সিংহোম এই মাতৃদুগ্ধ (Breast milk)বা ল্যাকটেরিয়ান সংগ্রহ, পরিশুদ্ধীকরণ ,পদ্ধতি করণ এবং বিতরণের সমস্ত ব্যবস্থা রাখছে এই হাসপাতালে যা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্তনপান এবং স্তন্যদুগ্ধ দানের জন্য সক্ষম মায়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য়ও প্রকল্প শুরু করল এই হাসপাতাল। সংরক্ষণ করার আগে এই দুধ পরীক্ষা করা হয় দাত্রী মায়ের সাথে তারপর এটি সংরক্ষিত হয় -২০ ডিগ্রি সেলসিয়াসে।
মমতা বন্ধোপাধ্য়ায়ের উদ্য়োগে মধুর স্নেহ প্রকল্পে ২০১৩ সালে কলকাতায় প্রথম সরকারি মাতৃদুগ্ধ ব্যাংক স্থাপনা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। এরপর প্রথম কোনো বেসরকারি হাসপাতালে বিনামূল্যে এই পরিষেবা চালু করল। অভিনব এই প্রকল্পের সূচনা কালে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক এবং রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ মহাশয় । সকল প্রকার রোগী সুচিকিৎসাও পাবে এই হাসপাতালে, হাসপাতালে চল্লিশ শয্যা বিশিষ্ট সমস্ত বিভাগ চালু থাকবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পরুন:Bankura: পুকুর কাটা নিয়ে তুলকালাম, ভাই ভাইয়ের সঙ্গে এমন করতে পারে! আছড়ে পড়ল জনতার রোষ….
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)