জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘টুটা হ্যায় গাব্বা কা ঘামান্ড?’, প্রাক্তন ভারতীয় পেসার বিবেক রাজদানের কণ্ঠে এই লাইন আজও ভারতীয় সমর্থকদের রক্ত গরম করে দেয়! ২০২১-র ১৯ জানুয়ারি গাব্বায় তরুণ টিম ইন্ডিয়ার ঐতিহাসিক কৃতিত্ব সোনার হরফে লেখা আছে।  ৮৯ রানের অপরাজিত এক অনবদ্য এক ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ৩৩ বছর পর অস্ট্রেলিয়ার দুর্গ হিসাবে পরিচিত গাব্বায় তাদেরই হারিয়ে দিয়েছিল ভারত। ঋষভ উইনিং শট নেওয়ার পরেই রাজদান বলেছিলেন, ‘টুটা হ্যায় গাব্বা কা ঘামান্ড?’। ব্রিসবেনের এই আইকনিক ভেন্যুই এবার ধূলিসাৎ হয়ে যাচ্ছে! গুঁড়িয়ে দেওয়া হচ্ছে গাব্বাকে ( Gabba Demolition) জানিয়ে দিল অস্ট্রেলিয়ার সরকার!

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে অবস্থিত গাব্বা ক্রিকেট স্টেডিয়াম, যা বিশ্বের সেরা ক্রিকেট ভেন্যু হিসেবেই বিবেচিত। ২০৩২ সালে এই স্টেডিয়াম ভেঙে ফেলার কথা রয়েছে। মঙ্গলবার, আজ কুইন্সল্যান্ড সরকার জানিয়েছে যে, ২০৩২ অলিম্পিক্সের পরিকল্পনায় অংশ হিসেবেই মাঠটি ভেঙে ফেলা হবে। যাঁরা জানেন না তাঁদের জন্য বলা দরকার যে, কুইন্সল্যান্ডের রাজধানী শহর প্রথমবারের মতো ২০৩২ সালে মাল্টি স্পোর্টসের সবচেয়ে বড় ইভেন্ট আয়োজন করতে চলেছে। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ যদিও অতীতে অস্ট্রেলিয়ায় হয়েছে। ১৯৫৬ সালে মেলবোর্ন এবং ২০০০ সালের সিডনি অলিম্মিক্স আয়োজন করেছে। অস্ট্রেলিয়ায় তৃতীয়বারের মতো অলিম্পিক্স আয়োজন করতে চলেছে। ব্রিসবেনকে অলিম্পিক্স আয়োজনের অধিকার দেওয়ার পর থেকেই গাব্বার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ ছিল। যদিও এখানে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও হবে না।
 
গাব্বা কেন ভেঙে ফেলা হবে? কুইন্সল্যান্ড সরকারের ঘোষণা যে, ব্রিসবেনে অলিম্পিক গেমসের জন্য ৬০০০০ আসন বিশিষ্ট এক নতুন স্টেডিয়াম তৈরি করবে, যেখানে উদ্বোধনী এবং সমাপনী উভয় অনুষ্ঠানই অনুষ্ঠিত হবে। নতুন ভিক্টোরিয়া পার্ক স্টেডিয়ামটি অলিম্পিক্সের পরে ব্রিসবেনের প্রধান ক্রিকেট ভেন্যু হিসেবে গাব্বার জায়গা নেবে। গাব্বার মতো নতুন ভেন্যুটিও একটি মাল্টি-স্পোর্ট এরিনা হবে এবং অস্ট্রেলিয়ান ফুটবল লিগের ব্রিসবেন লায়ন্সও তাদের ঘরবদল করবে। 

২০৩২  অলিম্পিক্সে যদি ক্রিকেট ফেরে, তাহলে গাব্বা অলিম্পিক্সের অংশ হবে। কারণ এখানেই ক্রিকেটের আয়োজন হবে। প্রকৃতপক্ষে, ২০৩২ অলিম্পিক্সের ক্রিকেট ফাইনালই হবে এই ভেন্যুর শেষ ক্রিকেট ম্যাচ। ম্যাকেতে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ এরিনা অলিম্পিক্সে ক্রিকেট এই খেলার দ্বিতীয় ভেন্যু হবে। যদিও আইসিসি এখনও ২০২৭ সালের পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) ঘোষণা করেনি, বর্তমান সাইকেল অনুসারে, ভেন্যুতে শেষ অ্যাশেজ টেস্ট ২০২৯-৩০ সালে হতে পারে, অন্যদিকে ভারত ২০২৮-২৯ সালে শেষবারের মতো এখানে বর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট খেলতে পারে।

আরও পড়ুন: রাহুল কাণ্ডের ‘অভিশপ্ত’ স্মৃতি ফিরল, এবার মালিকের নিশানায় পন্থ! ঠিক কী ঘটেছিল রাতে?

আরও পড়ুন: ঠিক যেন কালো ট্যাক্সি! আর্চারকে বর্ণদ্বেষী বাণ মেরে বিপদে ভাজ্জি…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version