জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনবারের বিগ ব্যাশ লিগজয়ী (Big Bash League, BBL) সিডনি সিক্সার্স। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় চমকে দেওয়া ঘোষণা করল অজি হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি। বিরাট কোহলির (Virat Kohli) ছবি পোস্ট করে এক্স হ্যান্ডেলে সিডনি সিক্সার্স লিখেছে, ‘বিরাট কোহলি এখন আনুষ্ঠানিক ভাবে দুই মরসুমের জন্য সিক্সার।’

আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

ভারতের প্রাক্তন অধিনায়ক ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইকনের ছবিতে লেখা রয়েছে, ‘ওয়েলকাম বিরাট কোহলি।’, এই পোস্ট রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। এখনও নেটপাড়ায় ঘুরছে। সিডনির এই দলটিতে স্টিভ স্মিথ এবং মিচেল স্টার্কের মতো বেশ কয়েকজন বড় অস্ট্রেলিয়ান খেলোয়াড় রয়েছে।

২০২২ সালে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি বলেছিলেন যে, কোহলির বিবিএল খেলা উচিত। এখন প্রশ্ন কোহলি কি তাহলে প্রথম সক্রিয় ভারতীয় ক্রিকেটার হিসেবে বিদেশি লিগ খেলার ছাড়পত্র পেলেন? কারণ বিসিসিআই তার চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটারকে দেশের বাইরে খেলার অনুমতি দেয় না। এমনকী অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটার যিনি আইপিএল খেলছেন, তিনিও কিন্তু বিদেশি লিগ খেলতে পারবেন না। তাহলে কোহলির জন্য কি নিয়ম ভাঙল বোর্ড? 

সিডনি সিক্সার্স এসব ভাবনাই আসতে দেয়নি ক্রিকেট ভক্তদের মাথায়। কারণ সিডনির টিম কোহলিকে সই করানোর পোস্টের সঙ্গেই মনে করিয়ে দিয়েছে যে, আজকের তারিখটি। আজ ১ এপ্রিল, সারা বিশ্ব জুড়ে পালিত হয় ‘এপ্রিল ফুল’, অর্থাত্‍ মানুষকে বোকা বানানোর জন্য যে দিন ধার্য। সিডনি সিক্সার্সও লিখে দিয়েছে যে, তারা নিছকই এপ্রিল ফুল করল ক্রিকেট ভক্তদের সঙ্গে। 

আগামিকাল, বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট ফের নামবেন মাঠে। আরসিবি খেলবে  শুভমন গিলের গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। তার আগেই চলে এল এই খবর। আরসিবি এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলের মগডালে। পরপর দুই ম্যাচে জিতেছে তারা। মরসুমের উদ্বোধনী আরসিবি ইডেনে এসে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে এরপর চেন্নাই গিয়ে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছেন রজত পাটিদাররা। 

৩৬ বছর বিরাট গতবছরের আইপিএলে ৭৪১ রান করেছিলেন, কমলা ক্যাপধারী হিসেবে শেষ করেছিলেন মরসুমে। ২০২৫ সালের আইপিএলে এখনও পর্যন্ত তিনি যথাক্রমে ৯০ ও অপরাজিত ৫৯ রান করেছেন কেকেআর ও সিএসকে-র বিরুদ্ধে। দেখা যাক এই মরসুমে কোহলি কত রান করেছেন! 

আরও পড়ুন: সাগর তীরে রাতেও সূর্যের তেজ! ভারতের মিস্টার ৩৬০ ডিগ্রি এখন…
আরও পড়ুন: কলা খেয়ে চাপ কাটিয়েছেন গ্রামের ছেলে, আইপিএল অভিষেকে ইতিহাস লেখা অশ্বিনী কে?

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version