মনোরঞ্জন মিশ্র: বজরঙ্গবলির মূর্তি ভাঙাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া মফসসল থানার লেদাবেড়া গ্রামে। ঘটনার প্রতিবাদে সরব বিজেপি। অভিযোগ, রাতের অন্ধকারে বজরঙ্গবলির মূর্তি ভেঙে দেয় দুষ্কৃতীরা। সকালে গ্রামবাসীরা তা দেখতে পান। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে সেই মূর্তি জোড়া লাগিয়ে ঠিক করে দেয়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
এদিকে বিষয়টি জানাজানি হতেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো-সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপি সাংসদের অভিযোগ, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। চব্বিশ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে বলে হুমকিও শোনা গিয়েছে। তবে, তৃণমূল নেতৃত্বের কথায়, মূর্তি ভাঙার খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। পুলিস ঘটনার তদন্তও করবে।
প্রশ্ন উঠছে, মোথাবাড়ির ছায়াই কি দেখা যাচ্ছে পুরুলিয়াতেও?
প্রসঙ্গত, গত সোমবার থেকে অশান্ত হয়ে ওঠে মালদার মোথাবাড়ি। বৃহস্পতিবার থেকে সেখানে অশান্তি চরমে ওঠে। দোকান এবং গাড়িতে ভাঙচুর করা হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিস। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। বেশ কয়েকটি মামলাও রুজু করে পুলিস। ঘটনার জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নির্দেশও দেয় কলকাতা হাইকোর্ট। এদিকে, দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। মোথাবাড়িতে যাওয়ার পথে ইংরেজবাজারে বিজেপির প্রতিনিধিদলকে আটকায় পুলিস। শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, তিনি ডিজি-র সঙ্গে দেখা করতে চাইলেও তাঁকে দেখা করতে দেওয়া হয়নি। বৃহস্পতিবার রাতেই মালদার পুলিস সুপারের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধিরা। ওদিকে শুক্রবার বাঁকুড়া শহরের স্টেশন মোড়, হুগলির ব্যান্ডেল এবং ঠাকুরপুকুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)