জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লখনউ সুপার জায়ান্টস (LSG), আইপিএল নিলামে চমকে দিয়েছিল। সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) ফ্র্যাঞ্চাইজি ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে এসেছিল জেদ্দায়। আর সেই টাকার অর্ধেকেরও বেশি তারা খরচ করেছিল শুধু ঋষভ পন্থকে (Rishabh Pant) নিতে। ২৭ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ছেড়ে ঋষভ আসেন নতুন শহরে। কেএল রাহুলের (KL Rahul) সিংহাসনে বসেছেন পন্থ। ওদিকে রাহুল এসেছেন দিল্লিতে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

নিলামের পর আইপিএলের সম্প্রচারকারী চ‍্যানেলে ঋষভ চরম বিঁধেছিলেন পঞ্জাব কিংসকে (Punjab Kings)! সাফ বুঝিয়ে দিয়েছিলেন যে, ওই দলে নাম লেখানোর আতঙ্কই ছিল তাঁর মনে! গোয়েঙ্কার পাশে বসে পন্থ নিলামের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন। তিনি বলেন, ‘নিলামে কিছুক্ষণ পর দেখার পর আর দেখিনি, আমার চাপ বাড়ছিল, মনে মনে নিজেকে বলছিলাম, ১০-১৫ কোটি টাকা দাম ওঠার পর আমি আর দেখব না। কারণ উত্তেজনার পারদ তুঙ্গে চড়ছিল। উত্তেজনা এবং নার্ভাসনেস একসঙ্গে কাজ করছিল। তবে মনে মনে একটাই টেনশন কাজ করছিল। সেটা হল পঞ্জাব (অট্টহাসি পন্থের) কারণ দ্বিতীয় সর্বোচ্চ পার্স ছিল ৮২ কোটি টাকা, পঞ্জাবের পার্স ছিল ১১২ কোটি টাকা। শুরুতে যখন শ্রেয়াস পঞ্জাবে গিয়েছিল, তখন মনে হয়েছিল আমি এলএসজিতে যেতে পারব। কিন্তু এটা নিলাম, শেষ পর্যন্ত কী হবে আপনি জানেন না! কখনও কখনও আপনার কিছু জিনিস ঘটতে দেওয়া উচিত। আমি বসে এটাই ভাবছিলাম, দেখা যাক কোথায় যাই!’

পন্থ ২০২১, ২০২২ এবং ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন পন্থ। কখনও দেখেননি ট্রফির মুখ। আর এবার লখনউয়ের হয়ে তাঁর শুরুটা মোটেই ভালো হয়নি। ৩ ম্যাচের ভিতর মাত্র ১টিতেই জয় এসেছে গোয়েঙ্কার টিমের। যে পঞ্জাবকে ট্রোল করেছিলেন ঋষভ, সেই পঞ্জাবের কাছেই হারতে হয়েছে তাও আবার নিজেদের ঘরের মাঠে। গত বুধবার লখনউ টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান তুলেছিল। ২ রান করে ফেরেন সুপরাফ্লপ পন্থ। পঞ্জাব ২২ বল হাতে রেখে ৮ উইকেটে হেসেখেলে জিতে যায়। অধিনায়ক শ্রেয়স আইয়ার তিনে নেমে ৩০ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। আর খেলা শেষ হতেই পঞ্জাব শ্রেয়সের একটি ভিডিয়ো পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘দুশ্চিন্তা তো নিলামেই শেষ হয়ে গিয়েছিল।’ পঞ্জাব একেবারে মিষ্টি মুখেই তীব্র অপমান করল পন্থকে। তারা বুঝিয়ে দিল যে, নিলামে ভাগ্যিস তারা পন্থকে নেয়নি। ট্রোল আর পাল্টা ট্রোলে কার্যত জমে গেল আইপিএল

আরও পড়ুন:  অপ্রতিরোধ্য পঞ্জাব! লখনউকে হেলায় হারালেন শ্রেয়স আইয়াররা..

আরও পড়ুন:  ‘প্রতি তিনবছর অন্তর এভাবে…’! কেকেআর তারকা ফুঁসছেন, সাফ জানালেন তাঁর দাবি

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version