সন্দীপ প্রামাণিক: শনিবার দক্ষিণবঙ্গে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামিকাল অর্থাৎ রবিবার বাংলাদেশ লাগোয়া দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাত-সহ বৃষ্টি, সঙ্গে দমকা হওয়ার প্রভাব থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে।

উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কোচবিহারে বৃষ্টিপাত, সঙ্গে ঝড়ো হওয়া সম্ভাবনা এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

সোমবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে শুধু ৭ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে মালদা এবং দুই দিনাজপুরে।

আরও পড়ুন-মাত্র ৩ মিনিটের ব্যবধানে দু’বার কেঁপে উঠল মাটি! ভয়াবহ মাত্রার এই কম্পনে কতটা ভয়াবহ পরিস্থিতি?

আরও পড়ুন-রেলের বাংলো দখল করে রয়েছেন দিলীপ ঘোষ! RTI এর নথি হাতে চাঞ্চল্যকর দাবি তৃণমূল নেতার

কলকাতাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা আগামিকাল ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। আজ ও আগামিকাল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৭,৮ ও ৯ এপ্রিল কলকাতায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা আগামিকাল নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তাই আন্দামান সাগরে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে হাওয়া অফিস থেকে। এছাড়া পশ্চিমীঝঞ্ঝার প্রভাব এই দুয়ের ফলে জলীয় বাষ্পর পরিমাণও বাড়বে দক্ষিণবঙ্গে তাই সাত, আট ও নয় এপ্রিল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version