জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2025) বিসিসিআই (BCCI), কড়া হাতেই প্রতিটি ম্যাচ পরিচালনা করছে। কোনও ভুলই রেয়াত করা হচ্ছে না। হার্দিক পাণ্ডিয়া থেকে ঋষভ পন্থ হয়ে দিগ্বেশ রাঠিদের শাস্তি দিয়েছে বোর্ড। সেই তালিকায় জুড়ল ভারতীয় ক্রিকেটের বড় নাম, এবার খেলার মাঝেই নিষিদ্ধ কাজ করে ফেঁসে গেলেন স্টার পেসার ইশান্ত শর্মা (Ishant Sharma)! আইপিএলের আচরণবিধি ভাঙায় ইশান্তকে ভোগ করতে হবে কর্মফল।
গত রবিবার নিজেদের ঘরের মাঠে সানরাইজার্স হায়দরবাদ খেলেছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। উপলে প্যাট কামিন্সদের সাত উইকেটে হারিয়ে শুভমন গিলরা লিগ তালিকায় দুয়ে উঠে এসেছেন। আর এই ম্যাচেই গুজরাতের পেসার ইশান্ত নিজের অজান্তেই বড় ভুল করে বসেন। তিনি যখন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন, তখন জলের বোতলে লাথি মেরেছিলেন ইশান্ত। আর সেই বোতল গিয়ে লাগে বিলবোর্ডে। যা আইপিএলের নিয়মের বইতে নিষিদ্ধ।
আরও পড়ুন: ২৪ বছরের স্টারকে ১৪ কোটি দিয়েছেন, না পেয়ে ‘অভুক্ত’ সুন্দরী মালকিন চরম হতাশ!
আইপিএল আচরণবিধির অনুচ্ছেদ ২.২ এর কথা বলতে হবে। যা ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম বা ফিক্সচার এবং ফিটিংসের অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে স্বাভাবিক ক্রিকেটীয় অ্যাকশনের বাইরে যে কোনোও অ্যাকশন অন্তর্ভুক্ত। যেমন উইকেটে আঘাত করা বা লাথি মারা। এরকম যে কোনোও কাজ ইচ্ছাকৃত ভাবে, বেপরোয়া ভাবে বা অবহেলায় করে ফেললে এমনকী দুর্ঘটনাক্রমে করলেও শাস্তি ভোগ করতে হবে। বিজ্ঞাপন বোর্ড, বাউন্ডারির ফেন্সিং, ড্রেসিং রুমের দরজা, আয়না, জানালা এবং অন্যান্য ফিটিংসের ক্ষতি হলেও তার পরিণাম ভোগ করতে হবে।
ইশান্তকে তাঁর ম্য়াচ ফি-র ২৫ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে। পাশাপাশি তাঁকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে ইশান্ত যদি একই রকম ভুল করে বসেন, তাহলে তাঁর কিন্তু নির্বাসনের সম্ভাবনাও থেকে যাবে। ইশান্ত যদিও বল হাতে শান্তই ছিলেন ম্যাচে। নির্দিষ্ট কোটার চার ওভার বল করে ৫৩ রান দেন তিনি। গুজরাতের হয়ে সবচেয়ে বেশি রান তিনিই হজম করেছিলেন। উইকেটশূন্য ছিল তাঁর অবস্থান। ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে ইশান্তের ঝুলিতে রয়েছে ১২৬৪ উইকেটের মালিক। ৪ উইকেট নিয়ে একাই সব আলো কেড়ে নিয়েছিলেন মহম্মদ সিরাজ।
আরও পড়ুন: ‘CSK আর না’! আইপিএলের মাঝেই অশ্বিনের চরম সিদ্ধান্ত, জ্বলছে বিতর্কের আগুন…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)