জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘সুপ্রিম’ রায়ে চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইনডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বৈঠক। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে চাকরিহারাদের মূল দাবি মূলত ৪টে। এক, এখনই চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। দুই, পুরনো চাকরিতেই বহাল রাখতে হবে। তিন, রাজ্য সরকার রিভিউ পিটিশন জমা দিক, তবে এই প্রধান বিচারপতির কাছে নয়। চার, সর্বদলীয় বৈঠক ডাকতে হবে।
এদিন নেতাজি ইনডোরের বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এক চাকরিহারা। দাবি জানান, ‘যেভাবেই হোক চাকরি ফিরিয়ে দিন।’ প্রশ্ন তোলেন, ‘ন্যায় বিচার কই? কী করে সবাইকে অযোগ্য বলা হল? সুবিচার চাই।’ আরেক চাকরিহারা বলেন, ‘সুপ্রিম কোর্টে ন্যায়বিচার পাইনি। যে চাকরি করছিলাম, সেই চাকরিতেই নিয়োগের দাবি জানাই। আমরা অন্য কোনও পরীক্ষায় বসব না। সরকার যেন আবার আদালতে যায়। আমাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমাদের বরখাস্ত করা যাবে না।’
চাকরিহারাদের প্রায় সবারই একইসুরে একটাই বক্তব্য, ‘আমাদের এখন যা অবস্থা, তাতে স্কুলে গিয়ে ভলান্টিয়ার সার্ভিস দিতে পারব না। ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য কি এতদিন পড়াশোনা করলাম? এখন উনি বলবেন সিভি টিচার হতে, সেটা সম্ভব?’ প্রসঙ্গত, এদিনের বৈঠকে বরখাস্ত না করা পর্যন্ত, স্কুলে গিয়ে একইরকমভাবে পড়ানোর কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু তাতে রাজি নন চাকরিহারারা। তাঁদের কান্না ভেজা গলায় শুধুই হতাশার ছাপ। সিংহভাগ চাকরিহারা বলছেন, ‘আশ্বস্ত নই।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)