জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের এই মুহূর্তের অন্যতম সেলিব্রেটেড জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। একের পর এক ব্লকবাস্টার রয়েছে তাঁদের ঝুলিতে। জওয়ান ছবিতে শাহরুখের মায়ের চরিত্রেও নজর কেড়েছিলেন তিনি। এবার ফের তাঁরা জুটি বাঁধতে চলেছেন। শোনা যাচ্ছে কিং-এ ফিরছে শাহরুখ দীপিকা জুটি। 

আরও পড়ুন- Sudip Mukherjee Divorce: ‘বিচ্ছেদ নিয়ে প্র্যাঙ্ক নয়! ধামাচাপা দিতে চেয়েছিলাম কারণ…’, ডিভোর্সে সিলমোহর সুদীপের…

মাস কয়েক আগেই মা হয়েছেন দীপিকা পাডুকোন। এর মধ্যে সদ্যই অভিনয়ে ফেরার পরিকল্পনা ছিল না তাঁর। তবে শোনা যাচ্ছে, শাহরুখকে ফেরাতে পারেননি তিনি। ‘কিং’ ছবিতে জুটি বাঁধছেন তাঁরা। অনেক দিন ধরেই এই ছবি নিয়ে জল্পনা তুঙ্গে। এই ছবি প্রথমে পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। কিন্তু পরে ছবির পরিচালনার দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। প্রথমবার বাবার সঙ্গে এক ছবিতে অভিনয় করছেন সুহানা। বড় পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। এবার শোনা যাচ্ছে, পর্দায় সুহানা খানের মা হতে চলেছেন দীপিকা। সেই চরিত্র আবার শাহরুখের প্রাক্তন প্রেমিকারও। 

শোনা যায় প্রথম থেকেই শাহরুখ ও সিদ্ধার্থ এই চরিত্রের জন্য দীপিকাকেই ভেবেছিলেন । প্রথমে সুহানার বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল সইফ আল্ খান ও টাবুর। ছবিতে মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। অভয় বর্মাকেও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানা যাচ্ছে। ছবিটি ২০২৬-এ মুক্তি পাওয়ার কথা। পরবর্তীতে চরিত্রের অফার যায় শাহরুখ ও দীপিকার কাছে। 

আরও পড়ুন- Rii: ‘গাড়ি থেকে নামতেই ঘিরে ধরে লোকজন, তারপর ওরাই…’, ঠাকুরপুকুর দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ঋ…

‘কিং’ ছাড়াও আরো একটি ছবিতে ক্যামিও করার কথা দীপিকার। রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যেতে পারে তাঁকে। রণবীরের সঙ্গে নাকি এই ছবিতে তাঁর একটি ঘনিষ্ঠ দৃশ্যও থাকবে। তবে কিং নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন সিদ্ধার্থ আনন্দের একটি পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা। দীপিকা ও শাহরুখ জুটির কথা ছড়াতেই এক্স হ্যান্ডেলে পরিচালক লেখেন, ‘মিথ্যে’। তাহলে কি অন্য কোনও ইঙ্গিত দিলেন পরিচালক? 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version