জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:
ইডেন গার্ডেন্সে, মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ২১ নম্বর ম্যাচে অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স (KKR) এর মুখোমুখি হবে ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস (LSG) । কেকেআরের জন্য এখনও পর্যন্ত ভালো-মন্দ মিশিয়ে কেটেছে এই মরসুম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পর, বর্তমান চ্যাম্পিয়নরা তাদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিতে ফর্মে ফিরে এসেছে।
আরও পড়ুন: আপুইয়ার ‘অবিশ্বাস্য’ গোলে টাটানগরীকে উড়িয়ে ফাইনালে মোহনবাগান…
নাইট রাইডার্সের চিন্তার কারণ হল তাদের দুর্বল ওপেনিং স্লট। কুইন্টন ডি কক এবং সুনীল নারিনের ওপেনিং জুটি এই মরসুমে একেবারেই ছাপ ফেলতে পারেনি। এই মরসুমে তারা সর্বোচ্চ ৪৪ রান করেছে।
কেকেআরকে তাদের ওপেনিং আরও শক্তিশালী করতে হবে। অন্যদিকে, এলএসজি তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। পিচ স্পিনারদের পক্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। লখনউতে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১২ রানে হারিয়ে এলএসজি চাঙ্গা। তবে, আইপিএলে ঋষভ পন্থের খারাপ পারফরম্যান্স ইতিমধ্যেই সমালোচিত।
আরও পড়ুন: ১০৫৭ উইকেটের মালিক, ভারতীয় দলে তিন বছর ব্রাত্য ‘সুইং কিং’! লিখলেন আইপিএল ইতিহাস…
দেখে নিন দু’দলের সম্ভাব্য একাদশ:
কলকাতা নাইট রাইডার্স –
কুইন্টন ডি কক ( উইকেটরক্ষক ), সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মঈন আলী, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট সাব: বৈভব অরোরা
লখনউ সুপার জায়ান্টস –
মিচেল মার্শ, আইডেন মাক্রম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ (অধিনায়ক), আয়ূশ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দূল ঠাকুর, আকাশ দীপ, আভেশ খান, দিগ্বেশ রাঠি
ইমপ্যাক্ট সাব: রবি বিষ্ণোই
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
