ন’টি জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা! তবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই, সঙ্গে…।Kalbaisakhi depression over bay of bengal alert of heavy rain and storm with lightning and hailstorm issued in different districts


অয়ন ঘোষাল: এসে গেল আজকের সকালের আবহাওয়ার বার্তা। কী জানা গেল? রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা গেল। বিশেষত পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

সিস্টেম

বঙ্গোপসাগরে তৈরি সুস্পষ্ট নিম্নচাপ। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য ও বঙ্গোপসাগর এলাকায় এর অবস্থান। আজ এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে। আগামীকাল এর অভিমুখ হবে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি শক্তি বৃদ্ধি করবে। বাংলার জন্য প্রভাবশালী অক্ষরেখাটি দক্ষিণ-পশ্চিম উত্তর প্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, যেটি বিহারের উপর দিয়ে গিয়েছে।

দক্ষিণবঙ্গে
 
আজ, বৃহস্পতিবার ন’টি জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। 

আগামীকাল, শুক্রবার ঝড়বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ছয় জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ছয় জেলায় ঝড়বৃষ্টির সঙ্গে সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ে বাতাস বইবে। সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম– এই ছয় জেলায়।

পরশু, শনিবারেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় সর্তকতা থাকবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির। পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছয় জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা প্রচুর বাতাস বইবে।

আরও পড়ুন: Jio New Plan: মাত্র ১০১ টাকায় হাতে স্বর্গ! Jio আনছে স্বপ্নের প্ল্যান! ডেটা শেষ হওয়ার বিষয়টাই এবার অতীত হতে চলেছে…

আরও পড়ুন: Hanuman Jayanti 2025: এবার হনুমান জয়ন্তীতে বিরল গ্রহযোগ! বজরঙ্গবলীর কৃপায় টাকার পাহাড়ে বসে থাকবেন এই রাশির জাতকেরা…

উত্তরবঙ্গে

উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। আগামী দুই থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তারপর খুব একটা তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

আজ, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।
আগামীকাল শুক্রবার থেকে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

কলকাতায়

সকালে পরিষ্কার আকাশ হলেও বেলায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

কলকাতার তাপমান

রাতের তাপমাত্রা ২৫.৭ থেকে কমে ২৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯০ শতাংশ।  

ভিনরাজ্যে

বিহারে কালবৈশাখীর সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী ২৪ ঘণ্টায়। এই রাজ্যের বেশ কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আবহাওয়া অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড ছত্তীসগঢ় ঝাড়খণ্ড সিকিম কেরল মাহে কর্নাটকে। চরম তাপপ্রবাহের পরিস্থিতি রাজস্থানে। পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লিতেও তাপপ্রবাহ। তাপপ্রবাহের পরিস্থিতি গুজরাট এবং বিদর্ভে। কোঙ্কন ও গোয়ায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া। একই রকম পরিস্থিতি মধ্য মহারাষ্ট্রে। গরম রাতের পরিস্থিতি রাজস্থান মধ্যপ্রদেশ মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়াতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version