জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৮ এপ্রিলের ঘটনা, পঞ্জাবের মুল্লানপুরে চলতি আইপিএলের (IPL 2025) ২২ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস (Punjab Kings vs Chennai Super Kings)। সেদিন মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, পঞ্জাব প্রথমে ব্যাট করে তুলেছিল ৬ উইকেটে ২১৯ রান। তরুণ তুর্কী প্রিয়াংশ আর্য (Priyansh Arya) ৪২ বলে ঝকঝকে ১০৩ রান করেছিলেন। পঞ্জাবের রান তাড়া করতে নেমে চেন্নাই ৫ উইকেটে ২০১ রান তুলেছিল। রুতুরাজ গায়কোয়াড়রা হেরেছিলেন ১৮ রানে। মুল্লানপুরে সেদিন তুমুল চর্চায় ছিলেন এম এস ধোনি (MS Dhoni) ও তাঁর সিএসকে তথা জাতীয় দলের প্রাক্তন সতীর্থ আম্বাতি রায়ডু (Ambati Rayudu)। 

আরও পড়ুন:  ‘CSK আর না’! আইপিএলের মাঝেই অশ্বিনের চরম সিদ্ধান্ত, জ্বলছে বিতর্কের আগুন…

আইপিএলে তুমুল সমালোচিত ‘থালা’! ব্যাটিং অর্ডারের অনেকটা নীচে নেমে একাধিক ম্যাচ ফিনিশ করতে না পারায়, তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে! ‘ফিনিশার’ ধোনি ‘ফিনিশড’ বলেই মত বহু ক্রিকেট পণ্ডিতের।  ৪৩ বছরের ধোনির ভিতরে আর ক্রিকেট অবশিষ্ট নেই বলেই মত ভুবনজয়ী প্রাক্তন অজি তারকা ওপেনার ম্যাথিউ হেডেনের। হেডেন বলেছেন, ‘ধোনির আর ক্রিকেট অবশিষ্ট নেই। ওর দ্বারা আর ক্রিকেট হবে না। সিএসকে-র জন্য অনেক দেরি না হয়ে যাওয়া পর্যন্ত সত্যিটা এবার মেনে নিক ধোনি। ও বরং আমাদের কমেন্ট্রি বক্সে যোগ দিক।’

শুধু হেডেনই নন, বীরেন্দ্র শেহওয়াগও ধোনিকে চরম কটাক্ষ করেছেন। তবে ধোনিকে সমালোচনা করার চলতি স্রোতে গা না ভাসিয়েই, রায়ডু ভূয়সী প্রশংসা করেই চলেছেন তাঁর প্রাক্তন অধিনায়কের। পঞ্জাবের বিরুদ্ধে ধোনি ৫ নম্বরে নেমে ১২ বলে ২৭ রান করে আউট হয়ে ফিরেছিলেন। তিন ছক্কা ও এক চার এসেছিল ধোনির হাত থেকে। ধোনি যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন রায়ডু হিন্দিতে কমেন্ট্রি করছিলেন। তিনি বলেছিলেন, ‘তরবারি হাতে যুদ্ধের বীর নেমেছেন মাঠে। ওটা ব্যাট নয়, তরোয়ালই। আজ রাতে ধোনির তলোয়ার চলবে…।’ রায়ডুর শব্দচয়ন নিয়ে আপত্তি জানিয়ে ছিলেন বীরু থেকে নভজোত্‍ সিং সিধু ও যতীন সপ্রুরা। 

ধোনি ইস্যুতে ধোনি বিরোধীদের চরম কটাক্ষ করলেন ফুটন্ত রায়ডু। ঘটনার দু’দিন পর রায়ডু তাঁর এক্স হ্যান্ডেলে মুখ খুলেছেন। বৃহস্পতিবার তিনি লেখেন ‘আমি থালার ভক্ত ছিলাম, আমি থালার ভক্ত, আমি আজীবন থালার ভক্ত থাকব। এই নিয়ে কে কী ভাবছে, কে কী করছে, তাতে আমার কিসসু যায় আসে না। এতে আমার এক শতাংশও পার্থক্য হবে না। তাই দয়া করে পেইড পিআরে টাকা খরচ করা বন্ধ করুন। এবং তা দাতব্য প্রতিষ্ঠানে দান করুন। তাহলে অনেক সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হতে পারেন।’ রায়ডু সাফ বুঝিয়ে দিলেন যে, তাঁর কাছে ধোনি ঠিক কোন জায়গায়!

আরও পড়ুন: চেন্নাইয়ের নেতৃত্বে ফের ধোনি! এক আপডেটেই তোলপাড় আইপিএল, ভেঙে পড়ল ইন্টারনেট

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version