জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2025), হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)। কে বলবে লিগের পাঁচবারের ও সর্বাধিক যুগ্ম চ্যাম্পিয়ন এই ফ্র্যাঞ্চাইজি। সিএসকে এখন পয়েন্ট টেবলে ৯ নম্বরে! ৫ ম্যাচের ৪ ম্যাচই হেরেছে তারা। ঝুলিতে এক জয়ের সুবাদে এসেছে ২ পয়েন্ট। আগামিকাল সিএসকে ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামে মরসুমের ষষ্ঠ ম্যাচ খেলবে কেকেআরের বিরুদ্ধে (CSKvs KKR, IPL 2025)।
আরও পড়ুন: পেইড পিআরের জন্য টাকা খরচ করা বন্ধ করুন’! ধোনি ইস্যুতে চরম কটাক্ষ ফুটন্ত রায়ডুর
কেকেআরের বিরুদ্ধে নামার আগেই চেন্নাই বাধ্য হল বিরাট সিদ্ধান্ত নিতে। লিগের বাকি মরসুমে দলের নেতৃত্বভার তুলে দেওয়া হল সেই এমএস ধোনিকেই (MS Dhoni)। কনুইয়ের চিড়ের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। জোফ্রা আর্চারেরে বলে আঘাত পাওয়ায় আর রুতুরাজের, এবারের মতো আইপিএল খেলা হবে না। চেন্নাই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বড় ঘোষণা করল। ২০২৩ সালে ধোনির নেতৃত্বে সিএসকে পঞ্চমবারের মতো আইপিএল জিতেছিল। সেবারই শেষবার তাঁকে অধিনায়ক হিসেবে পাওয়া গিয়েছিল। ধোনি গতবছর থেকে আর নেতা নন। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ। ফের একবার ধোনিকেই নিতে হচ্ছে গুরুদায়িত্ব।
গতবছর বাজ পাখির মতো ছোঁ মেরে বল তালুবন্দি করে খবরে আসতেন মাহি, আর চলতি আইপিএলে চর্চায় তাঁর ‘লাইটনিং ফাস্ট স্টাম্পিং’! চোখের পলকেই চেকমেট করে দিচ্ছেন এই প্রজন্মের ক্রিকেটারদের! ধরে ধরে বোকা বানাচ্ছেন উইকেটের পিছনে দাঁড়িয়ে। আইপিএলের প্রথম দুই ম্যাচের পর সেসব অতীত হয়ে যায়। এখন তুমুল সমালোচিত ‘থালা’! ব্যাটিং অর্ডারের অনেকটা নীচে নেমে একাধিক ম্যাচ ফিনিশ করতে না পারায়, তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে! ‘ফিনিশার’ ধোনি ‘ফিনিশড’ বলেই মত বহু ক্রিকেট পণ্ডিতের। ৪৩ বছরের ধোনির ভিতরে আর ক্রিকেট অবশিষ্ট নেই বলেই মত ভুবনজয়ী প্রাক্তন অজি তারকা ওপেনার ম্যাথিউ হেডেনের। হেডেন বলেছেন, ‘ধোনির আর ক্রিকেট অবশিষ্ট নেই। ওর দ্বারা আর ক্রিকেট হবে না। সিএসকে-র জন্য অনেক দেরি না হয়ে যাওয়া পর্যন্ত সত্যিটা এবার মেনে নিক ধোনি। ও বরং আমাদের কমেন্ট্রি বক্সে যোগ দিক।’
আরও পড়ুন: অলিম্পিক্সে ফিরল ক্রিকেট! কোন ফরম্যাটে ক’টি টিম খেলবে? সব তথ্য জানুন সবার আগে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)