Two Students drowning in Ganges: হুগলির রিষড়া এন এস রোডের বাসিন্দা ওই দুজন। স্কুলে ছুটি থাকায় আজ তারা খেলতে যায় মাঠে। বন্ধুদের সঙ্গে খেলার পর গঙ্গায় স্নান করতে যায়। দুজনেরই কেউ সাঁতার জানত না। ঘটনার খবর পেয়ে পুলিশ আসে স্থানীয় মানুষরা জড়ো হয়।
Source link