অয়ন ঘোষাল: বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও। উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন- Ajker Rashifal | Horoscope Today | Bengali New Year 1432: নববর্ষে সিদ্ধি যোগ-বিশাখা নক্ষত্রের মহামিলন! ধনসম্পত্তিতে ফুলে ফেঁপে উঠবে যে যে রাশির জাতক-জাতিকারা…

সিস্টেম
ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ এবং বাংলাদেশের উপর। ১৬ই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রাজস্থান থেকে গাল্ফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত। যেটি মধ্যপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ুর উপর দিয়ে গেছে। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আরো একটি অক্ষরেখা যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে।

দক্ষিনবঙ্গ 
মঙ্গলবারে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কলকাতা সহ সব জেলাতেই। বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। এর পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড়ো পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে; আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।

উত্তরবঙ্গ 
বুধবারে ফের ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 

কলকাতা 
আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকালে পরিষ্কার আকাশ। বেলায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ চড়লে অস্বস্তি বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।

আরও পড়ুন- West Bengal News LIVE Update: ‘সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন’, নববর্ষে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর…

কলকাতার তাপমান 
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯১ শতাংশ। 

ভিনরাজ্যে 
ভারী থেকে অতি ভারী বৃষ্টি ওড়িশা, আসাম ও মেঘালয়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, বেশ কিছু অংশে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে  ওড়িশা এবং ঝাড়খণ্ডে। বিদর্ভ ছত্রিশগড় আসাম মেঘালয় মনিপুরী মিজোরাম এবং ত্রিপুরাতে। আসাম মেঘালয় মধ্যপ্রদেশ বিহার বজ্রবিদ্যুৎসহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির আবহাওয়া অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড ছত্রিশগড় ঝাড়খন্ড সিকিম বিহার এবং কেরল মাহে মধ্যপ্রদেশ ছত্রিশগড় কেরালা মাহে তেলেঙ্গানা কর্নাটকে। তাপপ্রবাহের সম্ভাবনা রাজস্থানে। তারপর প্রবাহের মতো পরিস্থিতি রাজধানী দিল্লি সহ পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং গুজরাট রিজিয়নে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version