জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়াকফ আইনের বিরোধিতায় প্রবল বিক্ষোভে তোলপাড় মুর্শিদাবাদের এক বড় অংশ। ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে আদালতের নির্দেশে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য সরকারের দাবি ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এরকম এক পরিস্থিতিতে আজ রাজ্যের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মেলনে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের ওই সম্মেলনে ইতিমধ্যেই ইমামরা আসতে শুরু করেছেন। ওই সম্মেলন নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বুধবার দিলীপ ঘোষ বলেন, পিঠ চাপড়ে শাবাসি দেওয়ার জন্য বৈঠকে ডেকেছেন। যা কিছু হচ্ছে মমতার ইচ্ছায় এবং উৎসাহে হচ্ছে। উনি ঈদের দিন বার্তা দিয়ে দিয়েছিলেন যা খুশি করো আমি দেখে নেব। মালদহ জেলার পল্লালপুরে স্কুলে এতগুলো লোক আশ্রয় নিয়েছেন। মমতা ব্যানার্জির কোনো লোক তাদের কথা শুনতে গেছেন? একই রাজ্যের একটি জায়গা থেকে লোক পালিয়ে আরেকটি জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। আর মমতা মুসলিমদের ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছেন। শরবত খাওয়ানো হবে। উনি বলবেন ঠিক আছে। চালিয়ে যাও। ওরা আগেই ঘোষণা করেছে ওরা ৪০ দিন ধরে চালিয়ে যাবে। মমতার যদি এটাই ইচ্ছা হয় তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের ভাবতে হবে তারা কিভাবে বাঁচবে?
আরও পড়ুন-‘প্রকৃতি-ই’ কারণ! কেন এত ক্যান্সারের বাড়বাড়ন্ত? সমীক্ষায় চূড়ান্ত উদ্বেগজনক রিপোর্ট…
উল্লেখ্য, নেতাজি ইন্ডোরে আসা ইমামদের বক্তব্য তাঁরা শান্তির জন্য জমায়েত করেছেন। গণতান্ত্রিক উপায়ে ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন হবে। লক্ষ্য একটা নয়া ওয়াকফ আইন বাতিল করা। এছাড়া তাদের আরও অনেক দাবি রয়েছে। সেসব কথা তাঁরা মুখ্যমন্ত্রীকে জানাবেন। মুর্শিদাবাদে পুলিসের ভূমিকা সমালোচনাও শোনা গেল ইমামদের মুখে।
আরও পড়ুন-আগামী দুদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, বইবে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া
গত রবিবার সাংবাদমাধ্যমে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ বাকিবিল্লা বলেন, বাংলায় সব ধর্মের মানুষ চিরকাল একসঙ্গে বসবাস করেছে। আগামী দিনেও করবে। আমরা চাই বাংলা তার ঐতিহ্য-সংস্কৃতি-বৈচিত্র সবটা নিয়ে শান্তিতে থাক। ওয়াকফ নিয়ে আমাদের প্রতিবাদ আছে, থাকবে। কিন্তু কোনও প্রতিবাদই হিংসাত্মক হোক, এটা আমরা কেউই চাই না। আমাদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন, তা শুনতে আমরা সকলেই আগ্রহী।
এদিকে, আজ বুধবার সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানি রয়েছে। শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। ওয়াকফ আইনের বিরুদ্ধে মামলা করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, মহম্মদ সেলিম, মহুয়া মৈত্ররা। এছাড়াও রয়েছে অন্যান্য রাজ্য থেকে হওয়া মামলা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)