জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে আইপিএল (IPL 2025) লিগ তালিকায় ৫ নম্বরে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) এলএসজি (LSG) লিগের মাঝপথেই আচমকা হয়ে উঠল প্রবল পরাক্রমশালী।
চোট-আঘাত সারিয়ে অবশেষে ক্রিকেটে ফিরলেন য়াঙ্ক যাদব (Mayank Yadav)। এলএএসজি দলে যোগ দিলেন ভারতীয় দলের স্পিডস্টার। নবাবের শহরের আইপিএল টিম সোশ্যাল মিডিয়ায়, বিশেষ ভিডিয়ো পোস্ট করে, দিল্লির বছর বাইশের আগুনে পেসারের আগমনী বার্তা জানিয়ে দিল। লখনউয়ের বোলিং আক্রমণ প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে গেল, কারণ এই মরসুমে বোলিং নিয়ে রীতিমতো লড়তে হয়েছে তাদের।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে সর্বকালীন রেকর্ড, ৪৩ বছরে ধোনির ইতিহাস! মঞ্চে বললেন, ‘আমাকে কেন…’
পিঠ ও পায়ের আঙুলের চোটের কারণে ময়াঙ্ক এতদিন টিম ইন্ডিয়া এবং এলএসজির হয়ে খেলতে পারেননি। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন। তবে গত মঙ্গলবার রাতেই টিম হোটেলে চেক ইন করেছেন ময়াঙ্ক। এবং আশা করা হচ্ছে আগামী ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এলএসজির ম্যাচে তাঁকে পাওয়া যাবে। দীর্ঘ মাস রিহ্যাবে কাটিয়ে ময়াঙ্ক অবশেষে পুরোপুরি ফিট। শনিবারই হাতে তুলে নেবেন বল। এমনটা বলাই যায়। তবুও এলএসজির চিকিৎসা কর্মীরা শেষ কথা বলবেন। তরুণ পেসার তাঁর ছন্দ ফিরে পেতে রাজস্থানকেই হয়তো বেছে নেবেন।
গতবছর আইপিএল অসাধারণ পারফরম্যান্স দেখিয়েই জাতীয় দলের এন্ট্রিপাস পেয়ে গিয়েছিলেন ময়াঙ্ক। তাঁর এক্সপ্রেস গতি এবং নিয়ন্ত্রণ সকলকে মুগ্ধ করেছিলেন। আইপিএল ইতিহাসে দ্রুততম ডেলিভারি করেছিলেন তিনি আরসিবির বিরুদ্ধে ১৫৬.৭ কিমি প্রতি ঘণ্টায় (৯৭.৩৬৮৮৬৬ মাইল প্রতি ঘণ্টায়) বল করে সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে মরসুম শেষ করেছিলেন।
সাইড স্ট্রেনের কারণে তাঁর আইপিএল অভিযান শেষ হয়ে গিয়েছিল। বাংলাদেশ সিরিজে ময়াঙ্কের দেশের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল। ৩ ম্যাচে ৪ উইকেট নিয়ে নিজেকে আগামীর সম্ভাবনার তালিকায় রেখেছিলেন। তবে, লাম্বার স্ট্রেস ইনজুরিতেই তাঁকে সাইডলাইনে চলে যেতে হয়ে। ফ্র্যাঞ্চাইজির হয়ে ময়াঙ্কের প্রত্যাবর্তন বিলম্বিত হয়, যে কারণে এতদিন তিনি অ্যাকশনের বাইরে ছিলেন।
আরও পড়ুন: আইপিএলে ইঞ্চি মেপেই ধরতে হবে ব্যাট! খেলার মাঝে কেন হার্দিক-হেটমায়ার-সল্টের পরীক্ষা?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)