জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরম্পরা বদলাচ্ছে ফিফা (FIFA)। ছক ভেঙে নতুন ছক তৈরি করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিগত পাঁচ-ছয় বছর ধরে ফিফা যা ভেবে এসেছিল, তা এবার বাস্তবে এবার কার্যকর হতে চলেছে। ২০২৬ বিশ্বকাপ হতে চলেছে ফুটবল ইতিহাসের সব চেয়ে বড় বিশ্বকাপ। এই প্রথমবার ফুটবল বিশ্বকাপ দেখবে ৪৮ দলের লড়াই। সেই ১৯৯৮ থেকেই ৩২ দল অংশ নিয়ে আসছে বিশ্বকাপে। চারটি করে দল নিয়ে হবে ১২টি গ্রুপ। ছাব্বিশের কাপযুদ্ধে চিরাচরিত ৬৪ ম্যাচের বদলে দেখা যাবে ১০৪ ম্যাচ। কাতার বিশ্বকাপই দেখেছে শেষবারের মতো ৬৪ ম্যাচ। কাতারে কাপ উঠেছিল লিয়োনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনার হাতে।
আরও পড়ুন: লিগের মাঝেই দলবদল, মুম্বইয়ের ঘর ভাঙলেন ধোনিরা? তরুণের অবিশ্বাস্য স্যালারি!
কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগে থেকেই, একটা কথাই বারবার সকলে বলছিলেন, মেসির হাতে কাপ না উঠলে সম্ভবত ‘পোয়েটিক জাস্টিস’ হবে না। ফুটবল বিধাতা সেটাই করেছিলেন। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনাকে, ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন। লুসেল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালের ফয়সলা হয়েছিল পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হেসেছিলেন।
এখন প্রশ্ন ছাব্বিশের কাপযুদ্ধে কি মেসি খেলবেন? সিমপ্লেমেন্টে ফুটবলে সাক্ষাত্কার দিতে গিয়ে মেসি জানিয়েছেন যে, তাঁর প্রথম লক্ষ্য হল নিয়মিত ফিট থাকা, এবং যদি তার শরীর অনুমতি দেয়, তাহলে তিনি মার্কি টুর্নামেন্টে খেলবেন। মেসি বলেছেন,’দেখুন সত্যি বলতে, আপনি যখন এটা নিয়ে ভাবতে শুরু করবেন, তখন মনে হবে অনেক সময় বাকি আছে। আবার সময়ও জলদি কেটে যাবে, তাই না? আমার জন্য এই বছরটি গুরুত্বপূর্ণ হতে চলেছে (বিশ্বকাপের জন্য)। ধারাবাহিকতা বজায় রেখে খেলতে পারা, ভালো বোধ করা। গতবছর আমি প্রাক-মরসুমে যোগ দিয়েছিলাম এবং কয়েক’টি খেলেছিলাম, তারপর চোট-আঘাতের কারণে ১০০ শতাংশ ফিট ছিলাম না। ফলে কয়েকটি খেলা মিসও করেছি। তবে এবার প্রাক-মরসুম বেশ ভালো হয়েছে। আমি ভালো শুরু করেছি এবং আমার ভালো লাগছে। এটা একটা দীর্ঘ মরসুম। সবে শুরু হয়েছে এবং জুন মাস থেকে কোনও বিরতি ছাড়াই ডিসেম্বর পর্যন্ত চলবে। তার উপরে জুনে আমাদের ক্লাব বিশ্বকাপও রয়েছে। আরেকটি প্রতিযোগিতা। অনেক খেলা আছে। বিশ্বকাপ নিয়ে ভাবব এবং অপেক্ষা করব, দেখব। কিন্তু আমি সেই লক্ষ্য নির্ধারণ করতে চাই না। আমি প্রতিদিনের ভিত্তিতেই শারীরিকভাবে সবকিছুর উপর নির্ভর করবে। নিজের উপর সত্ও থাকতে হবে।’
৩৮ বছর বয়সী মেসিকে গত দেড় বছরে চোট-আঘাত ভুগিয়েছে। যা তাঁর বয়সের যে কোনও খেলোয়াড়ের জন্য স্বাভাবিক। ২০২৪ সালে ব্রাজিলের বিরুদ্ধে কোপা আমেরিকা ফাইনালের মাঝপথে তিনি চোট পেয়েছিলেন। এবং মরসুমের শুরুতে তিনি মাঠের বাইরে থাকতে বাধ্য হয়েছিলেন। এই বছর, মেসি যদিও শুরুটা ভালো করেছেন, ৭ ম্যাচে ৩টি গোল করেছেন এবং ২টি অ্যাসিস্ট করেছেন। গত মরসুমে মেসি মিয়ামিকে সাপোর্টার্স শিল্ড জিততে সাহায্য করেছিলেন, কিন্তু গত মরসুমে তিনি দলকে ট্রফি জয়ের পথে নিয়ে যেতে পারেননি। তিন বছর পর বিশ্বকাপ একসঙ্গে হবে তিন দেশে। আয়োজক দেশ হিসেবে থাকছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। এই প্রথম তিন দেশ একত্রে বিশ্বকাপের আয়োজন করছে। মোট ১৬টি শহরে চলবে কাপযুদ্ধ ছাব্বিশ বিশ্বকাপ শুরু হবে ২৫ মে। ফাইনাল হবে ১৯ জুলাই।
আরও পড়ুন: ‘দয়া করে আমাকে’…! করজোড়ে বিরাট বার্তা সৌরভের, নড়ে গেল রাজ্য-রাজনীতি
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)