জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোটের কারণে বাদ পড়লেন ফিলিপস
আরও পড়ুন: লিগের মাঝেই দলবদল, মুম্বইয়ের ঘর ভাঙলেন ধোনিরা? তরুণের অবিশ্বাস্য স্যালারি!
এবার গুজরাত দলে যোগ দিচ্ছেন দাসুন শানাকা। চলতি আইপিএল মরসুমে চোটের কারণে বাদ পড়েছেন গ্লেন ফিলিপস। এবার তার বদলি হিসেবে দাসুন শানাকাকে দলে নিতে চলেছে গুজরাত টাইটানস। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পেয়ে ১২ এপ্রিল দেশে ফিরে যান ফিলিপস। এই মরসুমে জিটির হয়ে আর কোনও খেলায় অংশ নেবেন না তিনি। ফলতই গুজরাত টাইটান্স আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য নিউজিল্যান্ডের ক্রিকেটার গ্লেন ফিলিপসের বদলি হিসেবে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাকে দলে নিচ্ছে। আইপিএলের এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে তারা।
গত মরসুমে, আইপিএল ২০২৩ -এ গুজরাত দলের অংশ ছিলেন শানাকা। ওই মরসুমে তিনটি ম্যাচও খেলেছিলেন তিনি। সেখানে তিনি মেট ২৬ রান তুলেছিলেন, কিন্তু দলের হয়ে বল করার সুযোগ পান নি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে ১০২ টি ম্যাচে, মোট ১,৪৫৬ রান করেছেন। পাশাপাশি, ৩৩ উইকেটও নিয়েছেন। এছাড়াও ৭১টি ওয়ানডে এবং ছয়টি টেস্টেও তার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এই শ্রীলঙ্কান অলরাউন্ডার ৭৫ লক্ষ টাকায় টাইটানসে যোগ দেবেন।
আরও পড়ুন: ‘দয়া করে আমাকে’…! করজোড়ে বিরাট বার্তা সৌরভের, নড়ে গেল রাজ্য-রাজনীতি
এর আগে কাগিসো রাবাদাকেও হারিয়েছে গুজরাত দল। ব্যাক্তিগত কিছু গুরুত্বপূর্ণ কারণবশত দেশে ফিরে গেছেন তিনি। যদিও তার দল ছাড়ার আসল কারণ এখনও জানা যায়নি। তবে, রাবাদার পরিবর্তে অন্য কউকে দলে নেয়নি শুভমনরা।
আপাতত ৬টি ম্যাচের মধ্যে, ৪টিতে জিতে, পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে জিটি। আজকের ম্যাচে শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটাল্সের মুখোমুখি হবে জিটি।