বিমল বসু: এক প্রতিবেশীর মুরগি আরেক প্রতিবেশীর বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে সন্দেশখালির জেলিয়াখালিতে তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত ১০। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। গ্রেফতার পাঁচ। 

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক প্রতিবেশীর মুরগি আরেক প্রতিবেশীর বাড়িতে গেলে, কেন তাদের বাড়ি মুরগি ঢুকল এই নিয়ে  দুই পরিবারের মধ্যে বচসা থেকে গন্ডগোল বেঁধে যায়। তাতে রাজনৈতিক রঙ লাগে। আর তারপর বিজেপি তৃণমূলে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। দুপক্ষই একে অপরের নামে সন্দেশখালি থানায় অভিযোগ করলে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির জেলিয়া খালির পাখিরালা মৌজার ১৯২ ও ১৯৩ নম্বর বুথে। 

বিজেপির বক্তব্য, গত কয়েক দিন আগে সন্দেশখালির খালিতে ওয়াকফ আইন বাতিলের দাবিতে একটা মিছিল ছিল। সেই মিছিলে আমাদের কর্মী সামর্থকরা যায়নি। এই অপরাধে জেলিয়াখালি অঞ্চল সভাপতি সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের কর্মীদের উপর হামলা চালায়। ব্যাপক মারধর করে কয়েক জনের মাথা ফাটিয়ে, হাত-পা ভেঙে দেয়।

তৃণমূলের বক্তব্য, সন্দেশখালিতে বিজেপি আবার একটা নতুন চক্রান্ত করতে চলেছে। বিজেপি অযাচিতভাবে গন্ডগোল অশান্তি বাঁধানোর চেষ্টা করে। তারা আজ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে। এর আগেও বিজেপি সন্দেশখালিতে ষড়যন্ত্রের চক্রান্ত করেছিল। আবারও নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। বিজেপি আবার নতুন করে সন্দেশখালিতে হানাহানির রাজনীতি করার চেষ্টা করছে।

আরও পড়ুন, Garden Reach Flyover Accident: উলটেই খেল পাল্টি! চারদিকে শুধু ভাঙা কাঁচ-রক্ত! গার্ডেনরিচ উড়ালপুলে হাড়হিম দুর্ঘটনা, ৬ বন্ধুর..

আরও পড়ুন, JEE Topper: পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে গাড়ি! ১০০ শতাংশ পেয়ে সর্বভারতীয় জয়েন্টে টপার সেই অর্চিস্মান…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version