মনোজ মণ্ডল: গাইঘাটা থানার সামনে বিজেপির প্রতিবাদ সভার অস্থায়ী মঞ্চ থেকে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে হিন্দু সনাতনীদের হাতে অস্ত্র তুলে নেওয়ার বার্তা দিলেন বিজেপি নেতারা। মঞ্চে উপস্থিত বিজেপি নেত্রী রকেট চট্টোপাধ্যায় , বিধায়ক সুব্রত ঠাকুর, মন্ত্রী শান্তনু ঠাকুররা। শিক্ষক আন্দোলনে পুলিসের অতি সক্রিয়তা, পাশাপাশি ওয়াকফ বিরোধী আন্দোলনে পুলিসের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে উওর ২৪ পরগনার গাইঘাটা থানার সামনে আজ অবস্থান বিক্ষোভ করে বিজেপি। থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয় বনগাঁ জেলা বিজেপির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুর। কর্মসূচি ঘিরে পুলিসি নিরাপত্তার ব্যবস্থা ছিল কড়া।
ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় পুলিসের এবং রাজ্য সরকারের কড়া সমালোচনা করে হিন্দুদের প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন। সেখানেই তিনি বক্তব্যে বলেন “হিন্দুদের হাতে অস্ত্র অশুভ শক্তিকে বধ করবার জন্য থাকে। তাই সবাইকে বলব একতরফা বেশিদিন চলে না। আমাদেরকেও সোজা হতে হবে, আমাদেরকেও হাতে অস্ত্র রাখতে হবে”। আমাদেরকেও বাড়ি বাড়ি তৈরি থাকতে হবে। ওরা একশো জন হলে আমাদে হাজার জনকে আওয়াজ তুলতে হবে। এইভাবে যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলেই আগামী দিনে আমরা আমাদের অস্তিত্ব বজায় রাখতে পারব। ১৯৭১ সালে দেখেছিলাম ওপার বাংলা থেকে এপারে এসেছেন। এবার কোথায় যাবেন! বাংলাদেশ যাবেন! পাকিস্তান যাবেন! এখানে থেকেই পরূর্তী জেনারেশনের জন্য লড়াইটা করে যেতে হবে।
আরও পড়ুন- ‘বাবাও এমন অবস্থা দেখেনি…’, ওয়াকফ-হিংসা দীর্ণ মুর্শিদাবাদে ১০ দিন পর খুলল স্কুল!
এদিন অর্জুন সিং বলেন “মমতা ব্যানার্জি মিথ্যাবাদী। মুর্শিদাবাদে একটিও তৃণমূলের বাড়ি ভাঙচুর হয়নি। সেদিন মুর্শিদাবাদে বিএসএফ না ঢুকলে পুলিসের কপালে দুঃখ ছিল”। ২৬ হাজার নিয়োগ বাতিলের বিষয় নিয়ে এদিন বিজেপি নেতারা বলেন মুখ্যমন্ত্রী চাকরি বাতিলের দিক থেকে মুখ ঘোরাতে চক্রান্ত করে এই দাঙ্গা করিয়েছে । ওয়াকফ বিল নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। তুমি শান্তুন ঠাকুরে বাড়িতে হামলা কর, অর্জুন সিংয়ের বাড়িতে হামলা কর। কিন্তু তুমি হামলা করছে নীরিহ মানুষের উপরে। তোমাদের সাহস থাকলে আমাদের বাড়ির উপরে হামলা করতে। কিন্তু হিন্দুদের মধ্যেই অনেক ভন্ড হিন্দু রয়েছে। ওয়াকফ বিলের বিরুদ্ধে ১৮০-১৮৫ জন হিন্দু ভোট দিয়েছে। এদের থেকে আমাদের বাঁচতে হবে। মুসলমানদের টাইটে দেওয়ার জন্য অস্ত্র দিয়ে লড়াই করতে হবে না। এদের কাছে থেকে পাঁচার বানাবেন না, এদের দোকান থেকে মাংস কিনবেন না। এদের দোকান থেকে মাছ কিনবেন না, এদের অটো-টোটোয় বসবেন না। এদের ভাতে মারুন। বিরিয়ানি খান বাড়িতে রান্না করে।
আরও পড়ুন-‘২৩ জেলার মানুষ উপকৃত হবেন’, শালবনিতে তাপবিদ্যুত্ কেন্দ্রের শিলান্যাস মমতার…
মঞ্চে মন্ত্রী শান্তনু ঠাকুর পুলিসের বিরুদ্ধে একাধিক হুঁশিয়ারি দেন | তিনি বলেন তার একটি বাড়ির বিষয়ে এক বহিরাগত এসে গাইঘাটা থানায় মামলা করেছে। পুলিস তা গ্রহণ করেছে | গাইঘাটা থানার পুলিসকে শান্তনু সতর্ক করেন | তিনি বলেন “যদি কেসের কথা প্রকাশ্যে বলি তাহলে থানার গেটটা শক্ত করে রাখবেন | আমাদের সম্প্রদায়ের সব মানুষ যদি গাইঘাটা থানার সামনে আসে তাহলে কি হবে?”
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)