‘পূর্ব ভারতে এমন প্রকল্প আগে হয়নি’। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দালদের তাপবিদ্য়ুত্ কেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘এখানে ৮০০ করে দুটি ইউনিট হবে। অর্থাত্ ১৬০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হবে। এটা হলে ২৩ জেলার মানুষ বিদ্যুত্ পাবেন। এই প্রকল্পের ১৫ হাজার মানুষের কাজ হবে। জিন্দাল কাছ থেকে আমরা বিদ্যুত্ কিনে নেব’।
Source link