সৌমেন ভট্টাচার্য: সাত সকালে ভিআইপি রোডে ভয়ংকর দুর্ঘটনা। বাসের চাকায় পিষ্ট বাইক আরোহী। আটক ঘাতক বাস ও বাসের চালক। সপ্তাহের শুরুতেই সাতসকালে পথ দুর্ঘটনা ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউয়ে। সরকারি বাসের চাকায় পিষ্ট বাইক আরোহী।
এদিন সকাল ৮টা ১৫মিনিট নাগাদ ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউয়ে দুর্ঘটনা ঘটে। বারাসাত থেকে গড়িয়া যাচ্ছিল এসি-৩৭ রুটের বাস। সেইসময় কেষ্টপুরের দিক থেকে উলটোডাঙার দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী। সেইসময়ই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। অভিযোগ, বেপরোয়া গতিতে আসছিল সরকারি বাসটি। বাসের চাকা পিষে দিয়ে চলে যায় ওই বাইক আরোহীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পুলিস সূত্রে খবর, বাইক আরোহীর সাথে প্রথমে এক সাইকেল চালকের ধাক্কা লাগে। এরপরই বাইক নিয়ে পড়ে যান বাইক আরোহী। তারপরই পিছন থেকে আসা সরকারি বাসের চাকার নীচে চলে যান বাইক আরোহী। এই ঘটনায় সরকারি বাসের চালককে আটক করেছে লেকটাউন থানার পুলিস। পাশাপাশি ঘাতক বাসটিকেও আটক করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)