মৃত্যুঞ্জয় দাস: মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নেতাদের কটূ কথা যেন দিনের পর দিন বেড়েই চলেছে। বাঁকুড়া জেলায় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী, বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর পর এবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুজিত আগস্তি । সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন বিজেপি জেলা সভাপতি।

রাজ্যে ২৬ হাজার চাকরি হারানোর ঘটনা এবং ওয়াকফ বিলের ভুল ব্যাখ্যার প্রতিবাদে জেলা বিজেপির পক্ষ থেকে বিষ্ণুপুর SDO অফিসের সামনে গতকাল অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল। এখানেই বক্তব্য রাখছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুজিত আগস্তি। সাংসদ সৌমিত্র খাঁকে পাশে রেখেই চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি। জেলা সভাপতি সমস্ত হিন্দুদের উদ্দেশ্যে বলেন, আপনারা শুনছেন আমাদের বিভিন্ন নেতারা বক্তব্য দিচ্ছেন বাড়িতে লাঠি রাখতে হবে, অস্ত্র রেখে মোকাবিলা করতে হবে। পাশাপাশি প্রতিটি হিন্দুর উদ্দেশ্যে তিনি বলেন ভারতীয় জনতা পার্টি থাকবে যে ধরনের দরকার হবে অস্ত্র থেকে লাঠিসোটা ভারতীয় জনতা পার্টি দেবে। ভারতীয় জনতা পার্টি দিয়ে সশস্ত্র লড়াই করবে। এই লড়াই হিন্দুদের টিকে থাকার লড়াই, এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই।

আরও পড়ুন-চুল দেখেই সন্দেহ! নর্দমায় মিলল স্যুটকেসবন্দি যুবতীর ‘টেপ মোড়া’ দেহ… জোর চাঞ্চল্য…

আরও পড়ুন-‘চাকরিহারাদের দাবি মেনে তালিকা দেওয়া যাচ্ছে না, আইনি সমস্যা হতে পারে।’

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও তার বক্তব্যে অনড় জেলা সভাপতি। তিনি বলেন বর্তমানে যা পরিস্থিতি চলছে, যেভাবে জেহাদিরা আক্রমণ করেছে, হিন্দুদের বাড়িতে ঝাঁটা ছাড়া কিছু থাকে না। তাই ঝাঁটাটাকে চেঞ্জ করে যেটা রাখার সেটা রাখুন এবং অস্ত্র নিশ্চিত রাখতে হবে। লড়াই করতে হবে লড়াই ছাড়া বাঁচবার রাস্তা নেই।

বিজেপি জেলা সভাপতি এই বিতর্কিত মন্তব্য নিন্দার চোখে দেখছে তৃণমূল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান, এতদিন তারা বলে এসেছে ঘরে ঘরে অস্ত্র রাখুন। ওদের কথা মানুষ শোনেনি। তাই তারা বলছে ঘরে ঘরে অস্ত্র রাখুন যোগান দেবে বিজেপি। বিজেপির উদ্দেশ্যে তার আরো বক্তব্য, নিশ্চয়ই অবৈধ অস্ত্র কারখানা কোথাও খুলেছে। তাই তারা যোগানের কথা বলছে। এটা শুধু শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা। উন্নয়নের কথা নেই, মুখে দাঙ্গা লাগানোর কথা। একজন জেলা সভাপতি হয়ে এই ধরনের মন্তব্য তীব্র নিন্দনীয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version