অয়ন শর্মা:  সামনে এল ভয়ঙ্কর তথ্য। পাকিস্তানি (Pakistani) ক্ষতিকারক পারদ মেশানো ক্ষতিকর ক্রিম (Cream) এদেশের বাজারেও ! কেরালার তিরুবন্তপুরমের ল্যাবে টেস্ট করে দেখা গিয়েছে, এই বিউটি ক্রিমের মধ্যে ক্ষতিকারক পাকিস্তানি পারদ রয়েছে, যা ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল প্রত্যেকটি রাজ্যকে। কোন রাজ্যে এই ধরনের ক্রিম বিক্রি হয়ে থাকে তা বাজার থেকে সরিয়ে নিতে বলা হল প্রত্যেকটি রাজ্যের ড্রাগ কন্ট্রোলকে।

আরও পড়ুন, Bengal Weather Update: দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা! চরমে উঠবে গরম ও অস্বস্তি! ৪০ ডিগ্রি পেরিয়েও আর কত…

এই কসমেটিক্সগুলির মধ্যে রয়েছে মূলত রাতে ও দিনে ব্যবহারের জন্য বিউটি ক্রিম। যা মূলত ফরসা হওয়ার প্রতিশ্রুতি দেয়। এই সব ক্রিমে এমন উপাদান পাওয়া গিয়েছে, যা ভয়ঙ্কর ক্ষতি করতে পারে ত্বকের। গোরি কসমেটিকস প্রাইভেট লিমিটেড এবং MMC কসমেটিক প্রাইভেট লিমিটেড, এই দুটি পাক সংস্থার তৈরি কসমেটিক্স, দেশের কসমেটিক রুল লঙ্ঘন করেছে।

CDSCO র রিপোর্টে দাবি, ২০২০ সালে যে রুল তৈরি হয়েছিল, সেই নিয়ম ভেঙেছে পাক কোম্পানির বিউটি প্রোডাক্ট। আর তা ছেয়ে গিয়েছে এ দেশেরই বাজারে। কেরালার বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয় বিউটি ক্রিমটির। সিডিএসসিও তরফ থেকে এই ক্রিমটিকে নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি ক্ষতিকর চিনা পারদ মেশানো, লিকুইড লিপস্টিক, রয়েছে ভারতের বাজারে। কেরালার তিরুবন্তপুরম থেকে নমুনা সংগ্রহ করা হয় এই লিকুইড লিপস্টিকের।

সিডিএসসিও এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই লিপস্টিকের মধ্যে ক্ষতিকর চিনা পারদ রয়েছে, যা অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তিরুবন্তপুরমের ল্যাবে পরীক্ষার পর দেখা গিয়েছে ক্ষতিকর পারদ, এর পাশাপাশি ২০২০ এর কসমেটিক্স অ্যাক্ট রয়েছে। সেটাও লঙ্ঘন করেছে।

আরও পড়ুন, Dilip Ghosh on Pahalgam Attack: ‘সাপের মাথা মোদী থেঁতলে দিয়েছেন, মাঝে মাঝে শুধু লেজটা নড়ছে!’: পহেলগাঁও জঙ্গিহানা প্রসঙ্গে কেন এ কথা দিলীপের মুখে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version