জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলের (IPL 2025) মাঝপথে ভারত থেকে গায়েব হয়ে গেল গোটা ফ্র্যাঞ্চাইজি! কাব্য মারানের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) নিজামের শহর ছেলে পৌঁছে গেল মলদ্বীপে (Maldives)! অরেঞ্জ আর্মি ভিডিয়ো শেয়ার করে সেই খবর দিয়েছে। চমকে দেওয়া এই আপডেটে এখন বিরাট শোরগোল ভারতীয় ক্রিকেটে। কাব্য মারানের দলের হলটা কী! কিন্তু আইপিএল তো কোনও ভাবেই ভারত থেকে বিদেশে সরে যাচ্ছে না। তাহলে সারা বিশ্বের পর্যটকদের পছন্দের ডেস্টিনেশনে কেন চলে গেলেন কমলা জার্সিধারীরা?

আরও পড়ুন: হুইল চেয়ারে ছিলেন বহুদিন! ২১ কোটির তারকার ৯ ম্যাচে ৩৭৭, পন্থের সঙ্গে সম্পর্কে…

চলতি আইপিএলে এসআরএইচ রীতিমতো হতাশ করেছে! ১০ দলীয় লড়াইয়ে এই মুহূর্তে ৮ নম্বরে প্যাট কামিন্সের গত বছরের রানার্স টিম। ৯ ম্যাচের ভিতর হাফ ডজন হার, মাত্র তিনটি জয়! গতবার বাকি ৯ দলের কাছে আতঙ্কের আরেক নাম ছিস এসআরএইচ। অভিষেক শর্মা ও ট্রাভিস হেডের ‘ট্রাভিষেক’ জুটি প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন, বেদম প্রহারে ভেঙেছিলেন একের পর এক রেকর্ড! সেই সানরাইজার্স এবার লিগ টেবলে তলানিতে! 

কাব্য মারান দলকে চাঙ্গা করতেই কামিন্সদের দিয়েছেন মিড সিজন ব্রেক। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে মলদ্বীপে। গত শুক্রবার এসআরএইচ শেষ ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। কামিন্সরা ৫ উইকেটে জিতেছেন ধোনিদের বিরুদ্ধে। আগামী শুক্রবার আবার হায়দরাবাদ খেলতে নামবে আইপিএল। টেবল টপার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবে আহমেদাবাদে। সাত দিনের লম্বা ব্রেকে টিম একটু তরতাজা হয়ে উঠুক। এমন ভাবনাতেই মারান মলদ্বীপে পাঠালেন টিমকে। বাক্স-প্যাঁটরা বেঁধে হাসি মুখেই ছুটি কাটাচ্ছেন খেলোয়াড়রা…

আরও পড়ুন: হারের ধাক্কা সামলাতে ‘টনিক’, রয়্যালস CEO ছুটলেন মদের দোকানে! ভিডিয়ো নিমেষে ভাইরাল

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version