জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হুইলচেয়ারে বসে থাকা রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) দাঁড় করিয়ে দিয়েছে মাত্র ১৪ বছর ৩২ দিনের এক কিশোর। সে আর কেউ নয়, স্বয়ং বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)! চলতি আইপিএলের (IPL 2025) সব আলো একাই কেড়ে নিয়েছেন। সবার মুখে শুধুই বৈভব, আর হবেই না বা কেন! শার্দূল ঠাকুরকে ছক্কা হাঁকিয়ে, আইপিএল কেরিয়ার শুরু করা ক্রিকেটার সে। 

গত সোমবার, জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে, রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে, বৈভব ৩৮ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছে ৭টি চার এবং ১১টি ছক্কায়। আইপিএলের ইতিহাসে বৈভবই এখন সবচেয়ে কম বয়সে সেঞ্চুরিকারী ক্রিকেটার। গোলাপি শহর জয়পুরে বৈভব মাত্র ৩৫ বলে ১০০ করেছে। এর আগে মণীশ পাণ্ডে ১৯ বছর ২৫৩ দিনে আইপিএল শতরান করে ইতিহাস করেছিলেন। সেই ইতিহাস এখন বৈভবের। 

আরও পড়ুন: ‘বাবা কাজ ছাড়ল, মা ৩ ঘণ্টা ঘুমোত’! ১৪ বছরেই চরম কঠিন বাস্তব বুঝেছে বৈভব…

বিহারের সমস্তিপুরের বাসিন্দা বৈভব। আইপিএল ইতিহাস লেখার পর তিনি পেলেন তাঁর রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ফোন। শুধু ফোনই নয়, অভাবনীয় জ্যাকপটও বৈভব পাবে সরকারের তরফে। নীতীশ এক্স হ্যান্ডেলে বৈভব এবং তাঁর বাবার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে লেখেন, ‘বিহারের বৈভব সূর্যবংশীকে আমার অভিনন্দন এবং শুভকামনা। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় (১৪ বছর) হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি। কঠোর পরিশ্রম এবং প্রতিভায় বৈভব, ভারতীয় ক্রিকেটের এক নতুন আশা হয়ে উঠেছেন। সবাই তাঁকে নিয়ে গর্বিত। আমি ২০২৪ সালে বৈভব এবং তাঁর বাবার সঙ্গে দেখা করেছিলাম এবং সেই সময়ে আমি তাঁর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছিলাম। আইপিএলে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পর, আমি তাঁকে ফোনেও অভিনন্দন জানিয়েছি। বিহারের তরুণ ক্রিকেটার বৈভবকে, রাজ্য সরকারের তরফে ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। আমি আশা করি বৈভব ভবিষ্যতে ভারতীয় দলের জন্য নতুন রেকর্ড তৈরি করবেন এবং দেশকে গৌরবান্বিত করবেন।’

জেদ্দায় নিলামেই নজর কেড়েছিল বৈভব। ৩০ লক্ষ টাকার বেসপ্রাইজে থাকা ক্রিকেটারকে ১.১০ কোটি টাকায় দলে নেয় রাজস্থান রয়্যালসের। ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নিলানে নাম তুলে আগেই ইতিহাস লিখেছিল বৈভব। এরপর নিলাম মঞ্চে সবচেয়ে কম বয়সে কোটি টাকার উপর আইপিএল চুক্তি করেও ক্রিকেটার রেকর্ড গড়ে। সেই বৈভবই গুজরাতের বিরুদ্ধে মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ এবং রশিদ খানের মতো বোলারকে ক্লাব স্তরে নামিয়ে শতরান করেছে।

আরও পড়ুন: ‘আটকে রাখো ঘরে’! ১৪ কোটির ২৪ বছরের ভারতীয়র গভীর রাতে পার্টি থেকে নারীসঙ্গ…ফাঁস

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version