বিধান সরকার: ধনিয়াখালির চৈতন্যবাটি গ্রামের বাসিন্দা গৌরব মুখোপাধ্যায় বছর দুয়েক আগে ভারতীয় সেনায় যোগ দেন। বর্তমানে জম্মু কাশ্মীরে পোস্টিং রয়েছে তার। সেনা কর্মীর বাবা গৌতম মুখোপাধ্যায় ফোনে জানান, রবিবার বাড়িতে দুটি পোস্টার মেরে দেওয়া হয়। তাতে লেখা ছিল, ‘পাকিস্তান জিন্দাবাদ। গৌরবের মুণ্ডু চাই।ভারতকে বাঁচাতে পারবি না। বাংলাকে পাকিস্তান বানিয়ে ছাড়ব।’
আরও পড়ুন, Siliguri Shocker: প্রতিবেশী মহিলার সঙ্গে একই ঘরে স্বামীকে ধরলেন স্ত্রী, বাঁশপেটায় ভয়ংকর পরিণতি….
সোমবারও প্লাস্টিক মুড়িয়ে জানালা দিয়ে একই রকম পোস্টার ফেলা হয়। ধনিয়াখালি থানায় অভিযোগ জানিয়েছেন সেনা কর্মীর বাবা। তিনি জানান, পাশের বাড়ির সিসি ক্যামেরায় দেখা যায় একটি স্কুটারে চেপে দুজন আসে। মুখ ঢাকা ছিল তাদের। কাশ্মীর আবহে সেনাকর্মীর বাড়িতে এইরকম পোস্টারে চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই সেনাকর্মীর পরিবার হুগলি গ্রামীন পুলিসে অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিস। সেনাকর্মীর বাড়িতে গিয়েছিলেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র।
পরিবারের সঙ্গে কথা বলে বিধায়ক তাদের আশ্বস্ত করেন। অসীমা পাত্র বলেন, ওই সেনা কর্মীর বাড়ি আমার বিধানসভার বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের বাগনান গ্রামে। তার বাড়িতে কেউ বা কারা দুটো পোস্টার সেঁটে দিয়ে আসে। সোমবার ভোরেও তিনটে পোস্টার খামে ভরে জানালা দিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। এটা প্রশাসন তদন্ত করছে।আমাদের সকলের দাবি যে বা যারা করেছে তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমি তার বাড়িতেও গিয়েছি।
যারা ভেবেছিল পরিবার ভয় পেয়ে যাবে কিন্তু তারা ভয় পায়নি। তারা বলেছে, আমরা ভালো আছি আমাদের কোনও ভয় নেই। কেউ চাইছে এলাকায় উত্তেজনার সৃষ্টি হোক গন্ডগোল সৃষ্টি হোক। আমরা বলতে পারব না কেন এই পোস্টার মেরেছে। পুলিস প্রশাসন তদন্ত করে বের করলেই বোঝা যাবে। যেই করুক এটা মানা যায় না। আমরা সেই জন্যই বলছি উপযুক্ত শাস্তি দিতে হবে। যারা এই সময়ে পোস্টার সাঁটলো তাদের শাস্তি। ঘটনার তদন্তে সেনা কর্মীর বাড়িতে যায় হুগলি গ্রামীন পুলিসের উচ্চপদস্থ আধিকারীকরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)