জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অরুণ জেটলি স্টেডিয়ামে, দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (DC vs KKR, IPL 2025)। গত মঙ্গলবার আইপিএলের ৪৮ নম্বর ম্যাচে কেকেআর টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২০৪ রান তুলেছিল। জবাবে দিল্লি ১৯০/৯ তুলতে পেরেছিল। খেলার শেষে তুমুল চর্চায় রয়েছেন দিল্লির স্পিনার কুলদীপ যাদব ও কেকেআর ব্যাটার রিঙ্কু সিং। লাইভ টিভির ফুটেজে দেখা গিয়েছে যে, কুলদীপ কথার ফাঁকে সপাটে চড়িয়েছেন রিঙ্কুকে (Kuldeep Yadav Slaps Rinku Singh)। এই ভিডিয়ো ভাইরাল হতেই তুমুল শোরগোল আইপিএলে!
আরও পড়ুন: ‘বাবা কাজ ছাড়ল, মা ৩ ঘণ্টা ঘুমোত’! ১৪ বছরেই চরম কঠিন বাস্তব বুঝেছে বৈভব…
আচমকা চড় খেয়ে শুধু রিঙ্কুই নন, সোশ্যাল মিডিয়ার ক্রিকেট ভক্তরাও বিভ্রান্ত হয়ে পড়েছিলেন যে, কেন কুলদীপ একবার নয়, কেন দুবার থাপ্পড় মেরেছিলেন! ঘটনাচক্রে কুলদীপ-রিঙ্কু, দু’জনেই জাতীয় দলের সতীর্থ। দুয়ের সম্পর্কও ভাইয়ের মতো। ফলে কুলদীপ একেবারে মজার ছলেই রিঙ্কুকে চড় মেরেছেন। সবটাই মজার ছলে। বলা যায় খুনসুটিই করছিলেন দুই ক্রিকেটার। দিল্লির বিরুদ্ধে দলের গুরুত্বপূর্ণ ম্যাচে রিঙ্কু দুর্দান্ত ব্যাটিং করেছেন। ম্যাচের ১৮তম ওভারে লেগ স্পিনার বিপ্রজ নিগমের বলে আউট হওয়ার আগে, মারকুটে রিঙ্কু ২৫ বলে ৩৬ রান করেছিলেন। আইপিএলে রিঙ্কু খারাপ ফর্মেই রয়েছেন, তবে মনে হচ্ছে অভিষেক নায়ার সাপোর্ট স্টাফ হিসেবে দলে যোগ দেওয়ার ফলে ব্যাটাররা উপকৃতই হয়েছেন।
দিল্লির বিরুদ্ধে ১৪ রানের জয়ের ফলে কেকেআর তাদের প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল। এখন কেকেআরের ঝুলিতে ১০ ম্যাচে ৯ পয়েন্ট এল। যদিও লিগ টেবলে ৭ নম্বরেই রয়েছেন অজিঙ্কা রাহানেরা। যদিও দিল্লির এই হারের পরেও প্লে-অফের লড়াইয়ে খুব একটা কিছু ফারাক পড়েনি। তারা শেষ চারের দাবিদার। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি লিগ টেবলে চার নম্বরে রয়েছে। প্লে-অফের লড়াইয়ে দিল্লির প্রতিদ্বন্দ্বিতা এখন লখনউ সুপার জায়ান্টস এবং পঞ্জাব কিংসের সঙ্গে। আইপিএলে চড়ের কথা বললেই মনে পড়ে যায় ২০০৮ সালের প্রথম সংস্করণের কথা। মুম্বই ইন্ডিয়ান্সের হরভজন সিং চড় মেরেছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের এস শ্রীসন্থকে। বিতর্কিত সেই ঘটনায় নিয়ে আজও চর্চা হয়। যদিও এই আচরণ নিয়ে এখনও হরভজনের আক্ষেপ রয়েছে। তিনি ক্ষমাও চেয়েছেন।
আরও পড়ুন: ভারতীয় সেনাকে চরম অপমান আফ্রিদির! ইঞ্চিতে ইঞ্চিতে ‘ঐতিহাসিক’ জবাব ধাওয়ানের…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)