কিরণ মান্না: অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ ধামে সস্ত্রীক হাজির দিলীপ ঘোষ। বললেন পুরীর থেকে ৩৫০ কিলোমিটারে ভগবান এখানে এসেছেন। তাই আমরা তাঁর দর্শনে এসেছি। ভগবানের কাছে রাজনীতি নয়। যারা এটা বুঝবেন না, ভগবান তাদের সুমতি দিন।
আজ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা দিলীপ ঘোষ বিকেল পাঁচটা নাগাদ শস্ত্রীক হাজির হন দিঘার নবনির্মিত জগন্নাথ থামে। জয় জগন্নাথ স্লোগানের মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “পুরী থেকে প্রভু এখানে এসেছেন, আমরা তাঁকে দর্শন করতে এসেছি। গোটা ভারতবর্ষ জুড়ে মন্দির নির্মাণের মাধ্যমে মানুষের ধর্মীয় চেতনা বাড়ছে। যাঁরা ভগবানের উপযুক্ত, তাঁরাই এইসব মহৎ কাজ সম্পন্ন করছেন।”
তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করেছেন, আজ অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনে এই মন্দিরের উদ্বোধন করেছেন। আমরাও এসেছি প্রভুর দর্শন করতে।”
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, “ভগবানের কাছে কোনো রাজনীতি নয়। আমি এখানে রাজনীতি করতে আসিনি, এসেছি ভগবানের কাছে। যারা এটা বুঝতে পারছেন না, ভগবান তাঁদের সুমতি দিন।” জগন্নাথ দেবকে দর্শন করার পর পরিশেষে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু।
আরও পড়ুন, Kolkata Hotel Fire: লাইসেন্সের খাতায় নেই নাম-ই! ‘অস্তিত্বহীন’ ঋতুরাজ হোটেলের তদন্তে বড় তথ্য ফাঁস…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)