জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2025) জয়ের ধারা অব্যাহত রেখেছে পঞ্জাব কিংস (PBKS)। গত বুধবার, এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে (CSK) চার উইকেটে হারিয়েছেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। এর সঙ্গেই পয়েন্ট টেবলের প্রথম দুয়ে এসে, প্লে-অফের জমি আরও পাকা করে ফেললেন তাঁরা। ঘরের মাঠে এমএস ধোনিরা (MS Dhoni) ১৯০ রান করেছিলেন। জবাবে প্রীতি জিন্টার (Preity Zinta) ফ্র্যাঞ্চাইজি ২ বল হাতে রেখে খেলা বার করে নেয়। আর এই ম্যাচে চর্চায় প্রীতির দলের ২৪ বছরের ক্রিকেটার প্রভসিমরন সিং (Prabhsimran Singh)
প্রভসিমরন সিংয়ের বিরাট আইপিএল মাইলস্টোন
আরও পড়ুন: এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে বিরল নজির, একইদিনে অলরাউন্ড মাইলস্টোন এই বাংলাদেশির!
প্রিয়াংশ আর্যর সঙ্গে পঞ্জাবের হয়ে ওপেন করতে নেমে প্রভসিমরন ৩৬ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন। আর তাতেই কেল্লাফতে। ইতিহাস লিখে ফেললেন তিনি। আইপিএলে ১১০০ রান করা বিশ্বের প্রথম আনক্যাপড খেলোয়াড় এখন তিনিই। প্রীতির পঞ্জাবের হয়ে প্রভসিমরন ৪৪ ম্যাচে একটি সেঞ্চুরি এবং ছয়টি অর্ধশতক সহ ১১০২ রান করেছেন। প্রভসিমরনের পরে আছেন মনন ভোহরা, যিনি আইপিএলে ১০৮৩ রান করেছেন। প্রভসিমরন পিবিকেএসের হয়ে দুরন্ত খেলেছেন। চলতি আইপিএলে ফ্র্যাঞ্চাইজির হয়ে দ্বিতীয় সর্বাধিক রানশিকারি তিনি। পঞ্জাবের হয়ে ৩৬০ রান করে শ্রেয়স শীর্ষে রয়েছেন, প্রভসিমরান ১০ম্যাচে ৩৪৬ রান করে তার অধিনায়কের পরেই আছেন।
আইপিএলে আনক্যাপড ব্যাটার হিসেবে সর্বাধিক রান
প্রভসিমরন সিং ১১০২
মনন ভোহরা ১০৮৩
রাহুল তেওয়াটিয়া ১০৬৩
আয়ুষ বাদোনি ৮৮৬
মানবিন্দর বিসলা ৭৯৮
প্লে-অফের আরও কাছে পঞ্জাব
চলতি আইপিএলে সিএসকে-র বিরুদ্ধে এই জয় ছিল পঞ্জাবের ষষ্ঠ জয়, যা দলকে পয়েন্ট টেবলে দুয়ে তুলে প্লেঅফের আরও কাছে আসতে সাহায্য করল। পিবিকেএস বিগত ১৮ বছরে কখনও আইপিএল জিতেনি, তবে শ্রেয়সের নেতৃত্বে দলটি এই বছর ট্রফির স্বপ্ন দেখছে। গত ১২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৮২ রানের ইনিংসের পর শ্রেয়স খানিক খারাপ ফর্মের ভিতর দিয়ে যাচ্ছিলেন। তবে অধিনায়ক রানে ফেরায় প্রীতিরাও খুশি। এই আইপিএলে শ্রেয়স গুজরাতের বিরুদ্ধে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলার পাশাপাশি লখনউয়ের বিরুদ্ধেও অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেছেন।
আরও পড়ুন: ‘৯৩০০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছে’! মোক্ষম সময়ে প্রতিপক্ষকে নকআউট পাঞ্চ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)