জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গরম ভালো করে পড়তে না পড়তেই এসে গেল দুর্যোগ। দমকা হাওয়ার (gusty wind) পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের (Rain and Thunderstorm) পূর্বাভাস দিল মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স (Ministry of Earth Science)।

লাল সতর্কতা জারি 

আজ, বৃহস্পতিবার সন্ধে ৭টা ১৩ মিনিটে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স একটি লাল সতর্কতা জারি করেছে। সেই সতর্কবার্তায় বলা হয়েছে, ১ মে আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই সন্ধের দিকে ভয়াবহ ঝড়বৃষ্টি আছড়ে পড়েছে। লাল সতর্কতা জারি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা, সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানি। বলা হয়েছে হাওয়ার জেরে গাছও পড়তে পারে। ঘর থেকে না বেরনোর কথাই বলা হয়েছে। নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  

আরও পড়ুন: Baba Vanga on India Pakistan Tension: পহেলগাঁও-কাণ্ডের পরেই প্রকাশ্যে ভারত-পাক যুদ্ধ নিয়ে বাবা ভাঙ্গার অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী? তিনি বলেছেন,…

আরও পড়ুন: Two Cyclones Approaching: ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিঝড়! সঙ্গে দোসর ঘোর কালবৈশাখি, জোর শিলাবৃষ্টি ও বজ্রপাত…

পদ্মাপারেও দুর্যোগ

ওদিকে, পদ্মাপারেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। গতকাল, বুধবার (৩০ এপ্রিল ) বিকেলে আবহাওয়া অধিদফতরের উপপরিচালক এস এম কামরুল হাসানের সই করা একমাসের এক আবহাওয়া-পূর্বাভাস থেকে জানা গিয়েছে যে, অচিরেই দুটি ঝড় ধেয়ে আসতে পারে! একমাসের ওই পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে, যা থেকে দুইটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টি-সহ মাঝারি বা তীব্র কালবৈশাখি ঝড় এবং ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টি-সহ হালকা কালবৈশাখি ঝড়ও হতে পারে।

রয়েছে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাসও। সেই পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ১ থেকে ৩টি মৃদু (৩৭ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ওই আবহাওয়াবিদ বলেন, মে মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে জলের স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদী সমূহে জল সময়ে সময়ে বিশেষ বাড়তে পারে। তবে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীগুলির জলতলও বৃদ্ধি পেতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version