জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জামিন পেলেন সনাতনী একতা মঞ্চের দুই সদস্য চন্দন মালাকার ও প্রজ্ঞাজিত্ মণ্ডল। বনগাঁর আকাইপুর স্টেশনের টয়লেটের দেওয়ালে তারা পাকিস্তানের পতাকা টাঙান। পহলেগাঁও ঘটনার আবহে এলাকায় অশান্তি সৃষ্টির অভিযোগে তাদের দুজনকে গ্রেফতার করে পুলিস। বৃহস্পতিবার তাদের বনগাঁ আদালতে তোলা হলে তাদের জামিন দেন বিচারক। আর তারা আদালত থেকে বেরিয়ে এলে তাদের ফুল মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
পুলিসের তরফের জানানো হয়, আকাইপুর রেল স্টেশনের টয়লেটের পাশ থেকে পাকিস্তানের পতাকা উদ্ধার হয়। তদন্তে উঠে এসেছে চন্দন মালাকার ও প্রজ্ঞাতিত্ মণ্ডল ওই কাজ করেছে। এরা দুজন এলাকারই বাসিন্দা ও সনাতনী একতা মঞ্চের সদস্য। তারা ওই কাজ করার কথা স্বীকার করেছে। তাদের আরও পরিকল্পনা ছিল দেওয়ালে তারা পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্থান মুর্দাবাদ লিখবে। এভাবে যারা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াবে তাদের ছেড়ে কথা বলা হবে না।
আরও পড়ুন-গুলি নেই, বোমা নেই! যুদ্ধে মাত্র চার দিন টিকতে পারবে ‘অভাবি’ পাকিস্তান…
আরও পড়ুন-রবিতে কালবৈশাখির দাপট! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভাসবে কলকাতা…
Yesterday night, a Pakistani National flag was found to be pasted on the walls of a washroom beside Akaipur railway station under Gopalnagar PS. Investigation revealed that this was wilfully done by 1. Chandan Malakar (30) and 2. Progyajit Mondal (45), both local residents and…
— SP BONGAON PD (@SP_Bongaon_PD) May 1, 2025
স্থানীয়রা বলেন, আকাইপুর রেল স্টেশনের পাশে বাথরুমের দেওয়ালে, টিকিট কাউন্টারের সামনে একাধিক জায়গায় পাকিস্তানের পাতাকা লাগানো ছিল। বিষয়টি দেখে পুলিসকে খরব দেওয়া হয়। পুলিস এসে চন্দন মালাকার ও প্রজ্ঞাজিত্ মণ্ডলকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার ওই দুজনকে আদালতে তোলা হলে সরকারি পক্ষের কোনও আইনজীবী ছিলেন না। চন্দন ও প্রজ্ঞাজিতের হয়ে সওয়াল করেন তাদের আইনজীবী। সওয়াল জবাব শেষে তাদের জামিন দেন বিচারক। জামিন পেয়ে আদালতের বাইরে আসলে ওই দুজনকে ঘিরে ওঠে ভারত মাতা কি জয় স্লোগান। তাদের ফুলে মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)