জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বিকাশভবনের সামনে লাগাতার ধরনায় চাকরিহারা শিক্ষকরা। আন্দোলনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বার্তা, ‘কোর্টের সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য। আমি আন্দোলনের বিপক্ষে নেই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণরেখা আছে’।

আরও পড়ুন:  Cyclone: মে মাসের শেষেই ঘুর্ণিঝড়! কবে কোথায় আছড়ে পড়বে? জেনে নিন…

আজ, সোমবার ৩ দিনের সফরে উত্তরবঙ্গে গেলেন মুখ্যমন্ত্রী। রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে তিনি বলেন,  ‘আমি তো মিটিং করে বলেছিলাম, আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়। একটা বাধ্যবাধ্যকতা থাকে। এটা সবাইকে বুঝতে হবে। আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন গ্রহণ করে, ভালো কথা। আমরা চাইব, আমাদের চাইবেন তাঁদের মতো যাতে ওদের চাকরি থাকে। কিন্তু কোর্ট যদি সিদ্ধান্ত নেয়, আমি বলতে পারি না আমি মানব না। কোর্টের সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য’।

মুখ্য়মন্ত্রীর কথায়, ‘যাঁরা উসকাচ্ছে, তাঁরাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলি কিন্তু আমাদের জন্য যাইনি। চাকরিগুলি যাঁদের জন্য গিয়েছে, আমাদের তাদের বলব, এটা না করলেই পারতেন। যাঁরা চাকরি গিয়েছে, তাঁরাই যদি আজকে, নাটের গুরুরা যদি, তাঁদের স্বার্থরক্ষা গুরু হয়ে যায়, আমাদের আপত্তি আছে। আমরা অভিযোগ একটাই, কাউকে জোর করে আটকে রাখা যায় না। রাস্তা অবরোধ করে কারও ক্ষতি করা যায় না। শিক্ষকের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। অন্তঃস্বত্ত্বা মহিলা, বাইরে যেতে দিচ্ছে না। একটি মেয়ে পরীক্ষা দিতে গিয়েছে,  সে বারবার বলেছিল, আমি বাড়ি যাব। তাঁকে নামতে দেওয়া হয়নি। সে ভয়ে লাফ দিয়েছে। তার পায়ে চোট আছে। সে হাসপাতালে ভর্তি’।

এদিকে বিকাশভবনে চাকরিহারাদের আন্দোলন নিয়ে মুথ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর মতে, ‘আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু সেটা শান্তিপূর্ণ হওয়া উচিত। গেট ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। হিংসার ঘটনা কখনও সমর্থন করা যায় না’। বলেন, ‘আমরাও দিল্লিতে বাংলার শ্রমিকদের জন্য আন্দোলন করেছিলাম এখানে আমাদের সাথে যা হয়েছিল তার প্রতিবাদ আমরা রাজভবনের সামনে এসে শান্তিপূর্ণভাবে করেছিলাম।

আরও পড়ুন:  Selfie with A Stolen Saree: দামি শাড়ি চুরি করে সেলফি! ঝলক আপডেটের নেশাই ধরিয়ে দিল কলকাতার কন্যাকে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version